মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

থানা চত্বর যেন মোটরসাইকেল হাট

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

থানা চত্বর যেন মোটরসাইকেল হাট

রংপুর কোতোয়ালি থানার বাইরে আকাশের নিচে পড়ে রয়েছে মোটরসাইকেল

রংপুর কোতোয়ালি থানা চত্বরে উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয়েছে তিন শতাধিক মোটরসাইকেল। বিভিন্ন অপরাধে আটক এসব মোটরসাইকেল বছরের পর বছর খোলা আকাশের নিচে ফেলে রাখায় নষ্ট হয়ে যাচ্ছে। খোয়া যাচ্ছে মোটরসাইকেলের লুকিং গ্লাস, হর্ন, নির্দেশক লাইটসহ বিভিন্ন যন্ত্রাংশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা বলেন, আটক মোটরসাইকেল রাখার একটা টিনের চালা আছে। সেখানে জায়গা না হওয়ায় বেশ কিছু গাড়ি বাইরে রাখা হচ্ছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো রাখতেই হবে। তবে যন্ত্রাংশ খোয়া যাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, থানা চত্বর থেকে কিছু খোয়া যাওয়ার সুযোগ নেই।  কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য বহন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩০৫টি মোটরসাইকেল আটক করে মামলা দেওয়া হয়। এদের অধিকাংশই মাদকদ্রব্য বহনের সময় আটক করা হয়। দীর্ঘদিন মোটরসাইকেল খোলা আকাশের নিচে পড়ে থাকায় ধুলাবালু পড়ে ও বৃষ্টিতে ভিজে মরিচা ধরেছে। সরেজমিন দেখা গেছে, বেশ কিছু মোটরসাইকেলের লুকিং গ্লাস নেই, অনেকগুলোর নির্দেশক লাইট ও হর্ন খোয়া গেছে। একটি মোটরসাইকেলের মালিক আশিকুর রহমান অভিযোগ করেন, কাগজপত্র না থাকায় চলতি বছরের ২৬ জানুয়ারি তার নতুন টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলটি আটক করে পুলিশ। মোটরসাইকেলটি কোতোয়ালি থানার বাইরে খোলা জায়গায় রাখা আছে। কয়েকদিন আগে গিয়ে দেখেন সেটির লুকিং গ্লাস নেই। সামনের এবং পেছনের নির্দেশক লাইটগুলোও খোয়া গেছে। একই অভিযোগ করেন আরও ৪-৫ জন মোটরসাইকেল মালিক।

সর্বশেষ খবর