মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিসি ক্যামেরার আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান

আফজাল, গাজীপুর থেকে ফিরে

সিসি ক্যামেরার আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান

গাজীপুরে সিসি ক্যামেরার আওতায় আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার শুরু হচ্ছে সিসি ক্যামেরা। এতে বাড়বে নিরাপত্তা, ফিরে আসবে শৃঙ্খলা, কমবে বখাটেদের উৎপাত। এর ফলে অনেকটাই দুশ্চিন্তামুক্ত থাকবেন অভিভাবকরা। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি, সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদর এলাকায় কাজী আজিম উদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, জালাল উদ্দিন মাস্টার ইনস্টিটিউট অ্যান্ড কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে। স্থানীয় দত্তপাড়া এলাকার এক অভিভাবক কবির হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে, বখাটেদের

উৎপাত রোধে সিসি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ গ্রহণে স্থানীয় এমপিকে ধন্যবাদ। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া ও শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ বলেন, নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এমপি মহোদয়ের নির্দেশক্রমে এবার সিসি ক্যামেরার আওতায় আসতে শুরু করেছে সবকটি শিক্ষাপ্রতিষ্ঠান। গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আসতে শুরু করেছে সবকটি প্রতিষ্ঠান। স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

তাই সরকারি সহযোগিতায় এলাকার প্রাইমারি, হাইস্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছি। শিক্ষার মান বেড়েছে। এলাকায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি শিক্ষার্থীদেরৃ নিরাপত্তা ও বিদ্যালয়ের বিশৃঙ্খলা রোধে পর্যায়ক্রমে সবকটি শিক্ষাপ্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি।

সর্বশেষ খবর