মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে পাল্টে গেছে ট্রাফিক ব্যবস্থা

আফজাল, টঙ্গী

হঠাৎ দেখলে মনে হতে পারে এরা সরকারি কোনো বাহিনীর সদস্য। আসলে পুলিশ কিংবা সরকারি কোনো বাহিনীর নিয়োজিত কর্মী নন, এরা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন-এর বেতনভুক্ত কর্মী। এসব কর্মী যানজট নিরসন ও মানুষের জানমাল নিরাপত্তায় নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করে আসছেন। ব্যতিক্রমী এই উদ্যোগের ফলে গাজীপুরে যানজট কমে আসছে। পাল্টে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা।

সরেজমিন ঘুরে জানা যায়, যানজট নিরসন ও জানমাল নিরাপত্তায় নগরীর বিভিন্ন এলাকায় কাজ করছেন তিন শতাধিক ট্রাফিক সহযোগী সদস্য। ট্রাফিক পুলিশ সেবার পাশাপাশি ট্রাফিক সহযোগীরা দিন-রাত অক্লান্ত শ্রমের মাধ্যমে যানজট নিরসনে পাল্টে দিয়েছেন ট্রাফিক ব্যবস্থা। স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যতিক্রমী এই উদ্যোগের ফলে নগরীতে অনেকটাই যানজট কমে এসছে। একদিকে শত শত বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে নগরবাসী যানজট ভোগান্তি থেকে রেহাই পেয়েছে। ট্রাফিক সহযোগী সদস্য আলফাজ উদ্দিন বলেন, আমি একটি সরকারি কলেজে পড়াশোনা করছি। পাশাপাশি জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনে কাজ করে পরিবারকে আর্থিক সহযোগিতা করছি। এ বিষয়ে গাজীপুর ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে এরা কাজ করছে। এতে অনেকটাই সুফল পাওয়া যাচ্ছে। তবে অনেকেই এদের পুলিশের মতো না মানার কারণে একটু অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, নিত্যদিনের যানজটে সাধারণ মানুষের ভোগান্তি থেকে রেহাই পেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ট্রাফিক সহযোগী হিসেবে ৩৩০ জন লোক কাজ করছে। এদের বেতন ১০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত। যারা এখানে কাজ করছে তাদের সবাইকে শ্রম আইনানুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর