মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা
উত্তরা ৪ নম্বর সেক্টর

২৬ মার্চ থেকে হবে শব্দ দূষণমুক্ত

উত্তরার ৪ নম্বর সেক্টরকে সব প্রকার দূষণ থেকে মুক্ত করে একটি মডেল সেক্টর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ থেকে হবে শব্দ দূষণমুক্ত

রাজধানীর একমাত্র মডেল টাউন হিসেবে খ্যাত উত্তরা। এই মডেল টাউনের ৪ নম্বর সেক্টর একটি মডেল সেক্টর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক উদ্যোগের মধ্যে একটি হলো আগামী ২৬ মার্চ থেকে এটি হবে শব্দ দূষণমুক্ত। দেশের স্বাধীনতা দিবসে এই উদ্যোগটি কার্যকর করা হবে বলে জানিয়েছে  সেক্টরের কল্যাণ সমিতি।

এই উদ্যোগ নিয়ে কল্যাণ সমিতির সভাপতি মেজর (অব.) আনিসুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নানা কারণে ঢাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরার ৪ নম্বর সেক্টরকে সব প্রকার দূষণ থেকে মুক্ত করে একটি মডেল সেক্টর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ৪ নম্বর সেক্টরে আমরা ইতিমধ্যে অনেকগুলো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছি। নানা কারণে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই সেক্টরের বসবাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনা হবে। বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হলো শব্দ দূষণ। এই সমস্যা সমাধান করতে আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি। সেক্টরের প্রতিটি গাড়ির মালিককে আমরা অনুরোধ করেছি তাদের গাড়ির চালক যেন বিনা কারণে হর্ন না বাজায়। বহিরাগত যানবাহনের চালকরা যেন বিনা কারনে হর্ন বাজাতে না পারে সেদিকে দৃষ্টি রাখা হবে। আরও যেসব কারণে শব্দ দূষণ বাড়ছে সেগুলোও বন্ধ করা হবে। ২৬ মার্চের আগে শুক্রবার জুমার নামাজে শব্দ দূষণ নিয়ে আলোচনা করার জন্য ইমাম সাহেবদের অনুরোধ জানানো হবে। সেই সঙ্গে ২৬ মার্চ থেকে ৪ নম্বর সেক্টর হবে শব্দ দূষণমুক্ত, তাও সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া সেক্টরের প্রতিটি প্রবেশমুখে সচেতনতামূলক ব্যানার,  ফেস্টুন টাঙানো হবে। এখন চলছে প্রচারণা। প্রচারণা আরও জোরদার করা হবে। স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সবাইকে তা মেনে চলার অনুরোধ জানানো হবে। সবার সহযোগিতায় ৪ নম্বর সেক্টরকে একটি মডেল সেক্টর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর