মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

ময়লার গন্ধে অতিষ্ঠ নগরবাসী

আফজাল, টঙ্গী

ময়লার গন্ধে অতিষ্ঠ নগরবাসী

শিল্পশহর গাজীপুরে দেশি-বিদেশি ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীসহ লাখ লাখ লোকের বসবাস। বর্তমানে অভিভাবকহীন নগরে পরিণত হয়েছে গাজীপুর। সড়কে মহাসড়কে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনার স্তূপ হওয়ার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। বাসা থেকে বেড় হলেই ময়লা আবর্জনায় নাক চেপে হাঁটতে হয় সড়কে। সরেজমিন ঘুরে জানা যায়, নগরজুড়ে ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠসহ নানা কারণে বাসযোগ্যহীন হয়ে পড়েছে নগরী। যত্রতত্র স্থানে ময়লার স্তূপের মধ্যে, টঙ্গী বাজার, আরিচপুর, সিলমুন, মরকুন, হিমারদীঘি, চেরাগআলী, কলেজগেট, টঙ্গী টেসিস-এর পাসে মহাসড়কে ময়লার স্তূপ, টঙ্গী উড়াল সেতুর পশ্চিম পাশে, বনমালা রোড, বড়বাড়ি, বোর্ড বাজার, মালেকের বাড়ি, জয়দেবপুর চৌরাস্তা, শিববাড়ী, মিরা বাজার, পূবাইল বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ। ময়লার উৎকট দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারী চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এমনকি ময়লার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।

টঙ্গী দত্তপাড়া এলাকার এক স্থায়ী বাসিন্দা কবির হোসেন বলেন, কোমলমতি শিশুদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ময়লার গন্ধে শিশুরা অসুস্থসহ হাঁটাই মুশকিল হয়ে পড়ে। নগরীর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ড. খ ম কবিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সড়ক থেকে ময়লা অপসারণে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি রীতিমতো।

সর্বশেষ খবর