শিরোনাম
মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

সরকারি দফতরের গেটে গভীর নলকূপ!

রাহাত খান, বরিশাল

সরকারি দফতরের গেটে গভীর নলকূপ!

বরিশাল নগরীর ব্যস্ততম ফজলুল হক এভিনিউর মূল সড়কে কয়েকটি সরকারি দফতরের সামনে গভীর নলকূপ স্থানের অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের বিরুদ্ধে। সরকারি দফতরের সামনে ব্যস্ততম সড়কের ওপর নলকূপ স্থাপন করায় ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দাসহ সরকারি দফতরের কর্মকর্তারা। স্থানীয়দের মতামত উপেক্ষা করে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম নলকূপ স্থাপনের কাজ চালিয়ে যেতে বলেন। স্থানীয়রা নিষেধ করলে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। সরেজমিন দেখা যায়, নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার জেলা ও দায়রা জজ আদালত প্রধান ফটকের বিপরীতে বিটিসিএল’র কোয়ার্টার গেটে এবং জেলা রেজিস্ট্রার ও বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে মূল সড়কে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করে সিটি করপোরেশন। ফুটপাথ থেকে মূল সড়কের ৫ ফুট ভিতরে নলকূপ স্থাপনের জন্য রাস্তায় খনন শুরু করে তারা। এ সময় বিটিসিএল কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে বিসিসি’র প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সবার মতামত উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে বলেন। ঘটনাস্থলে বিটিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী আশ্রাব আলী মৃধা জানান, খামখেয়ালি করে সিটি করপোরেশন কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরের ফটকের সামনে মূল সড়কে টিউবওয়েল স্থাপন করছে। তারা কারোর বাধা নিষেধ শুনছেন না। বিসিসির প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম জানান, বিসিসির পার্শ্ববর্তী তিনতলা মার্কেটে একটি টিউবওয়েল ছিল, বিকল হয়ে পড়েছে। সেটি মেরামত অযোগ্য হয়ে যাওয়ায় নতুন করে টিউবওয়েল বসানো হচ্ছে। সুবিধাজনক স্থান না পাওয়ায় সড়কের মধ্যে টিউবওয়েল স্থাপন ছাড়া বিকল্প নেই। টিউবওয়েল স্থাপনের কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হবে। সেখানে কোনো কল থাকবে না, পাইপ লাইনের মাধ্যমে পানি উত্তোলন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর