মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সড়ক দখল করে গাড়ি পার্কিং

আফজাল, টঙ্গী

গাজীপুরে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গাড়ি পার্কিং অব্যাহত রয়েছে। সিটির নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পার্কিং করছে পরিবহনের লোকজন। আঞ্চলিক মহাসড়ক কিংবা শাখা সড়কে গাড়ি পার্কিং করা নিষেধ থাকা সত্ত্বেও যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করছে। এতে একদিকে যান চলাচলে চরম দুর্ভোগ অপরদিকে গাড়ি পার্কিং করে মালামাল লোড-আনলোড করায় সিটির রাস্তা সহজেই বিনষ্ট হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় মহাসড়কে এবং শাখা সড়কে গাড়ি পার্কিং করে সিটি করপোরেশনের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা নষ্ট করে ফেলা হচ্ছে। এরমধ্যে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, টঙ্গী স্টেশনরোডে এনা পরিবহন, বাদশা, পিপিএল, উত্তরা পরিবহনসহ শত শত গাড়ি থানার প্রবেশমুখে সড়কের জায়গা দখল করে পার্কিং করায় জনচলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। এ ছাড়া থানার পেছনে তালতলা রোড,  মেঘনা রোড, পিনাকী রোড, ৪৬ নম্বর ওয়ার্ডে ইউনিলিভার, হকসহ বিভিন্ন কোম্পানি, টঙ্গী বাজার, টঙ্গী আনারকলি সিনেমা হলের বিপরীত দিকে মহাসড়কের জায়গা দখল করে শত শত পিক-আপ ভ্যান, ট্রাক, চেরাগ আলী, কলেজ গেট, বোর্ড বাজার,  চৌরাস্তা, শিববাড়ি, মিরের বাজারসহ প্রতিটি এলাকার শাখা সড়কে ব্যক্তিমালিকানার বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন পরিবহনের গাড়ি পার্কিং করে একদিকে যানজটের সৃষ্টি অপরদিকে রাস্তার ক্ষতি করছে। এলাকাবাসী বলেন, মহাসড়ক ও শাখা সড়কে পরিবহনের লোকজন, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক গাড়ি পার্কিং করে জনচলাচলে দুর্ভোগ তৈরিসহ অনেক ঝামেলার সৃষ্টি করছে। এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি প্রতিষ্ঠান কর্তৃক গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রাখতে হবে। আপনার গাড়ি  যেখানে সেখানে পার্কিং করে অন্যের ক্ষতি করবেন এটা হবে না। তাছাড়া পরিবহনের লোকজন সড়কের ওপর গাড়ি পার্কিং করে মাল লোড-আনলোড করে যানজট সৃষ্টি করছে। আমি শিগগিরই সবাইকে জানিয়ে দেব, এরপর সবার সঙ্গে আলোচনা করে জনস্বার্থে পরিচ্ছন্ন নগর গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

সর্বশেষ খবর