মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রচারণায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও

শফিকুল ইসলাম সোহাগ

প্রচারণায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও

দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’র প্রার্থী আবদুর রহমান

প্রচারণায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। আওয়ামী লীগ ও বিএনপির বাইরের অন্য দলের প্রার্থীরাও সকাল থেকে রাত পর্যন্ত ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। জানাচ্ছেন সিটি নির্বাচনে বিজয়ী হতে পারলে তাদের পরিকল্পনার কথা। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস আর বিএনপির ইশরাক হোসেন। এর বাইরেও নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকে মোহাম্মদ সাইফুদ্দিন মিলন। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান। এ ছাড়া এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের আকতার-উজ্জামান ওরফে আয়াতুল্লাহ এবং গণফ্রন্টের আবদুস সামাদ সুজন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। এর বাইরে মাঠ চষে বেড়াচ্ছেন সিপিবির ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলনের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

জাতীয় পার্টির ঢাকা দক্ষিণের প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, নগরকে সুন্দর পরিকল্পিতভাবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে। নির্বাচিত হলে শুধু রাস্তা-কালভার্ট ঠিক করা নয়, নাগরিকদের সকালে ঘর থেকে বের হওয়া ও ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করব। পৃথিবীর শতাধিক রাষ্ট্র ভ্রমণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বপ্নের সিটি গড়ে তুলব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছি। সুষ্ঠু ভোট হলে বিজয়ী হব ইনশাল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আবদুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছি। প্রচারণায় সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। তিনি বলেন, মানুষ উপলব্ধি করছে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মেয়র হিসেবে সুষ্ঠুভাবে নগর পরিচালনায় ব্যর্থ হয়েছেন। মানুষ এখন ইমানদার নেতৃত্ব চাচ্ছে।

হাতপাখার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নির্বাচিত হতে পারলে ঢাকার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনব।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, অতীতে যারা নগরভবনে ছিলেন তারা নির্বাচনের সময় বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়ে নগরভবনে এসে নগরবাসীর সঙ্গে বারবার প্রতারণা করেছেন। সচল ঢাকার স্লোগান দিয়ে ঢাকার জীবনযাত্রাকে অচল ও বিপর্যস্ত করে তুলেছেন। ক্লিন ঢাকার কথা বলে ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত করেছেন। সুষ্ঠু ভোট হলে বিজয়ী হব ইনশাল্লাহ। অন্য প্রার্থীরাও সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী বলে মত ব্যক্ত করেন।

সর্বশেষ খবর