মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টিসিবির ট্রাকের পেছনে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

টিসিবির ট্রাকের পেছনে নতুন মুখ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে কিছুটা কম দামে ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রি করছে। সেই টিসিবির ট্রাকের লাইনে এখন চেনামুখগুলো দ্রুত বদলে যাচ্ছে। গরিব মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন টিসিবির ট্রাকের লাইনে ভিড় করছেন।

গত কিছুদিন ধরে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। করোনা-উত্তর পরিস্থিতিতে অসংখ্য মানুষের আয় কমে গেছে। অনেকে চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ববাজারের অজুহাতে কিছু পণ্যের দাম বেড়েছে। আবার কোনো কারণ ছাড়াই বেড়ে গেছে অনেক পণ্যের দাম। নিত্যপণ্য কিনতে গিয়ে মানুষ অনেক কষ্টের মধ্যে পড়েছেন। টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়ানো মুখগুলোর দিকে তাকালেই মানুষের অসহায়ত্বের বিষয়টি বোঝা যায়। এক সময়ের সচ্ছল মানুষেরাও এখন টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে দাঁড়াচ্ছেন। টিসিবির ট্রাক সেল আরও ব্যাপকতর করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

সিপিডির রিসার্চ ডিরেক্টর খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মধ্যবিত্ত থেকে মানুষ নিম্নবিত্তের কাতারে চলে যাচ্ছে। সামগ্রিক অর্থে মধ্যবিত্তরাও দৈন্যদশা অতিক্রম করছে। করোনায় গত বছরই অনেকে চাকরি হারিয়েছেন। এতে মানুষের জীবনযাত্রার মান কমেছে। সম্প্রতি আবার সব ধরনের পণ্যমূল্য বেড়েছে। এই অবস্থায় মানুষের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে।

সর্বশেষ খবর