মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আলো-আঁধারিতে উড়ল রঙিন ঘুড়ি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

আলো-আঁধারিতে উড়ল রঙিন ঘুড়ি

ধর্মসাগরের উত্তর পাড়। বয়সী অগ্রহায়ণ। হালকা শীত। মাথার ওপর বেলগাছের ছাতা। তার ফাঁকে কম বয়সী চাঁদ। অনেকে ক্যামেরা দিয়ে পাতার ফাঁকে চাঁদ শিকারে নেমেছেন। রঙিন ঘুড়ির মোড়ক উন্মোচনে শুক্রবার সন্ধ্যাটি হয়ে ওঠে বর্ণিল। নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মুক্তমঞ্চে আলো-আঁধারিতে উড়ানো হলো রঙিন ঘুড়ি। রঙিন ঘুড়ি বইটির লেখক দেশের প্রাচীন সংবাদপত্র আমোদ সম্পাদক বাকীন রাব্বী। রঙিন মানুষ বাকীন রাব্বীর বর্ণিল জীবনের কথা রঙিন ঘুড়ির পাতায় পাতায়। ব্যতিক্রম অনুষ্ঠান। কোনো মঞ্চ নেই। নেই অতিথি। হাততালির জাদুতে মোড়ক উন্মোচন। শুরুতে লেখক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। বইয়ের অংশ বিশেষ পাঠ করেন ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কাজী আপন তিবরানী। আলোচনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের সিইও ড. সফিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, ছড়াকার জহিরুল হক দুলাল, গবেষক আরশাদ সিদ্দিকী, লেখক মামুন সিদ্দিকী। বক্তব্য রাখেন গল্পকার আনোয়ারুল হক, কবি হাসান ফিরোজ, ডা. ইকবাল আনোয়ার, ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম শামীম, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, শিহাব শাহিন, সৈয়দ আলাউদ্দিন। ধন্যবাদ জানান লেখকের ছোটবোন ফাহমিদা রাব্বী। বক্তাদের আলোচনায় উঠে আসে লেখকের বাবা আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত মোহাম্মদ ফজলে রাব্বী, মা উপদেষ্টা সম্পাদক শামসুন্নাহার রাব্বীর কথা। পরে ইকরাম মোস্তাফিজ পপলুর গানে মুগ্ধ সবাই। উপস্থাপনায় ছিলেন শামীম আরা ইসলাম। বাবা ফজলে রাব্বী ভাসিয়েছেন, ‘কাগজের নৌকা’ (আত্মজীবনী) ছেলে বাকীন রাব্বী উড়িয়েছেন ‘রঙিন ঘুড়ি’। কেউই কাগজ থেকে বের হতে পারেননি। কারণ তারা যে কাগজের মানুষ। তাদের কাগজ আমোদও ঘুড়ির মতো উড্ডীন থাকার প্রার্থনা বক্তাদের।

সর্বশেষ খবর