মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এডিস রোধে টার্গেট ছাদবাগান

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

এডিস রোধে টার্গেট ছাদবাগান

অসময়ে থেমে থেমে বৃষ্টি এবং বৃষ্টির পানি জমে থাকায় এডিস মশা বাড়ছে। চট্টগ্রাম নগরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। ডেঙ্গু ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে। কিন্তু তাতে আশানুরূপ ফল মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। চসিক এখন মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে স্প্রে করার পাশাপাশি বাড়ির ছাদবাগান, বাসার নিচতলা, বাড়ির আশপাশে এবং নালা-নর্দমায় অহেতুক-অপ্রয়োজনীয় পানি জমে থাকার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গত তিন মাস ধরে বাড়ির ছাদবাগান, বাসার নিচতলা, বাড়ির আশপাশে এবং নালা-নর্দমায় জমে থাকা প্রায় ৬০০টি বাসাবাড়ি পর্যবেক্ষণ করে ১৫০টি বাড়ির ছাদবাগানের মালিককে অহেতুক পানি জমিয়ে রাখার অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাসেম বলেন, জমানো পানির মধ্যেই এডিস মশা উৎপাদন হয়। তাই বাড়ির আশপাশে কোনোভাবেই পানি জমিয়ে না রাখতে চসিক নানাভাবে প্রচারণা করে আসছে। বিশেষ করে বাড়ির ছাদ ও বাসার নিচে নানাভাবে পানি জমে থাকে। বিষয়টি নিয়ে বাড়ির মালিকরা অবহেলা করে থাকেন। চসিক বাড়ির ছাদবাগান ও বাসার নিচে পর্যবেক্ষণ করে জরিমানা করছে। চট্টগ্রামে প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। গত জানুয়ারি থেকে গত রবিবার পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৯ জন।

সর্বশেষ খবর