মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কাঁচা রাস্তা অর্ধেকের বেশি

নজরুল মৃধা, রংপুর

কাঁচা রাস্তা অর্ধেকের বেশি

রংপুর সিটি করপোরেশনের অর্ধেকের বেশি রয়েছে কাঁচা রাস্তা। নগরীর ৩৩ ওয়ার্ডের মধ্যে পুরনো ১৫টি ওয়ার্ডে রাস্তাঘাট অধিকাংশ পাকা হলেও নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তার উন্নয়ন হয়নি গত ১০ বছরে। ওইসব এলাকার বাসিন্দারা বর্ষায় ভোগান্তি নিয়ে সড়কে যাতায়াত করছেন। সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড নতুন অন্তর্ভুক্ত হয়েছে। ওই ওয়ার্ডের অধিকাংশ রাস্তাই কাঁচা। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। কোনো অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হলে রাস্তাতেই রোগীর অবস্থা কাহিল হয়ে পড়ে। ৮ নম্বর ওয়ার্ডও করপোরেশনের নতুন এলাকা। ওয়ার্ডের চিলমন পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ রায় বলেন, এতদিন যা উন্নয়ন হয়েছে পুরাতন ওয়ার্ডে। নতুন ওয়ার্ডে উন্নয়ন নেই বলা চলে। বিশেষ করে রাস্তার সমস্যা প্রকট। মূল সড়ক বাদে প্রায় সব সড়কই কাঁচা। কাঁচা রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকেই দুর্ঘটনায় পড়েন। ১৭ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার কয়েকজন বলেন, জনপ্রতিনিধিরা এলাকার রাস্তা পাকা করার কোনো উদ্যোগ নিচ্ছে না। ভোগান্তি মাথায় নিয়ে সারা বছর চলতে হচ্ছে তাদের।

সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডে ১৪০০ কিলোমিটারের বেশি রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা রাস্তা রয়েছে ৬৮২ কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে ৭২২ কিলোমিটার। এ ছাড়া আরসিসি ঢালাই রাস্তা রয়েছে ২৩ কিলোমিটার। সিটি করপোরেশন এলাকার পুরাতন ১৫টি ওয়ার্ড এসব রাস্তার সুবিধা ভোগ করলেও নতুন সংযুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। ঝড়-বৃষ্টির সময় ওইসব ওয়ার্ডের বাসিন্দারা কাদাপানি মাড়িয়ে রাস্তা পার হয়। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার বলেন, পুরাতন ওয়ার্ডগুলোর তুলনায় নতুন ওয়ার্ডে উন্নয়ন কিছুটা কম হচ্ছে। তবে সব স্থানেই কিছু না কিছু উন্নয়ন কাজ চলছে।

সর্বশেষ খবর