মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন কতদূর

নজরুল মৃধা, রংপুর

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন কতদূর

রংপুর সিটি করপোরেশন ও বিভাগ বাস্তবায়নের একযুগ পেরিয়ে গেছে। এখন পর্যন্ত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন হয়নি। তবে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া তৈরি হয়েছে। এটি মন্ত্রিসভায় পাস হলেই পরিকল্পিত নগরী হিসেবে রূপ নেবে রংপুর সিটি করপোরেশন। তা কবে নাগাদ হবে এখন পর্যন্ত অনিশ্চিত। অথচ রংপুরের সঙ্গে একই সময়ে সিটি করপোরেশন হওয়া গাজীপুরে উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন হলেও রংপুরের বিষয়টি আড়ালে চলে যাচ্ছে। স্থানীয় সুধী মহলের দাবি, বর্তমান সরকারের মেয়াদকালেই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করা হোক। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় থেকে মতামতের আলোকে টেকনিক্যাল কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের আইনের খসড়া প্রণয়ন করা হয়। পুরনো রংপুর জেলা বিভাগে উন্নীত হওয়ার ফলে ক্রমবর্ধমান হারে নগরায়ণ বাড়ছে। বিভাগীয় শহরের আওতাধীন অনেক স্থানই আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার অনুকূল অবস্থা বিদ্যমান রয়েছে। এরই প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সংরক্ষণ পরিকল্পিতভাবে উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয় প্রস্তাবে। রংপুর জেলা শহর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক এবং অপরিকল্পিত উন্নয়ন নানাবিধ সমস্যা সৃষ্টি করছে। পরিবেশ-সংকটপূর্ণ এলাকায় আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে বাস্তবায়ন, অপরিকল্পিতভাবে হোটেল, আবাসিক হোটেল, মোটেল, অ্যাপার্টমেন্ট নির্মাণ, বহুতল ভবন নির্মাণ ইত্যাদির কারণে পরিকল্পিত নগরী গড়ে উঠছে না। বেসরকারি পর্যায়ে নির্মিত ভবনের নকশা অনুমোদনসহ অন্যান্য ছাড়পত্র প্রদান করা হচ্ছে। অথচ বহুতল ইমারত বা নগরীর সৌন্দর্য রক্ষা করে বিকাশের কোনো ধারণা বা কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন জনবল নেই। তাই জাতীয় স্বার্থে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রয়োজন। আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে উন্নয়ন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিকল্প নেই বলে মনে করছেন সুধী মহল।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের একটি খসড়া জেলা প্রশাসকের মাধ্যমে  মন্ত্রিপরিষদকে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি মন্ত্রিপরিষদে পাস হলে তবেই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হবে।

সর্বশেষ খবর