মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বিশৃঙ্খল শহর গাজীপুর

ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতা ও থানা পুলিশের নজরদারি না থাকায় মানুষের দুর্ভোগ আর দুর্ভোগ। ব্যস্ততম শহরের মানুষ নানা ভোগান্তি নিয়ে বসবাস করছে।

আফজাল, টঙ্গী

বিশৃঙ্খল শহর গাজীপুর

রাজধানীর অদূরে শিল্প শহর হিসেবে পরিচিত টঙ্গী-গাজীপুর। অযত্ন-অবহেলা, দায়িত্বহীনতা আর পরিকল্পনার অভাবসহ নানা কারণে বিশৃঙ্খল শহরে পরিণত হয়েছে গাজীপুর। সড়ক-মহাসড়কের ফুটপাত দখল, যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, অটো ও ইজিবাইকের অত্যাচার, বিআরটি প্রকল্পের  উন্নয়ন খোঁড়াখুঁড়ি, সড়কে ময়লার ভাগাড়, ধুলাবালি, যানজট নানা সমস্যায় বিশৃঙ্খল শহর এখন গাজীপুর। গাজীপুর সিটি করপোরেশনের নেই কোনো উল্লেখযোগ্য ভূমিকা। ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতা ও থানা পুলিশের নজরদারি না  থাকায় মানুষের দুর্ভোগ আর দুর্ভোগ। ব্যস্ততম শহরের মানুষ নানা ভোগান্তি নিয়ে বসবাস করছে। নগরী ঘুরে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকান-পাট নির্মাণ, যেখানে-সেখানে গাড়ির স্ট্যান্ড, সড়ক-মহাসড়কে অটো ও ইজিবাইকের রাজত্ব, সড়কে ময়লার ভাগাড়, টঙ্গী হিমারদীঘি এলাকায় সড়কে ব্যবসায়ী গ্রুপের মালবাহী ট্রাকের দখল, অপরদিকে টঙ্গী স্টেশন রোড ও টঙ্গী বাজার এলাকায় বিআরটি প্রকল্পের খোঁড়াখুঁড়ি সবমিলে বিশৃঙ্খল শহর এখন গাজীপুর। একাধিক ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন। টঙ্গী আবুল খায়ের গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, কতিপয় ব্যক্তি সড়কের জায়গা দখল করে ঝুটের গোডাউন স্থাপনা করে পরিবেশ বিনষ্ট করছে। আবার সড়কের জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড বসিয়ে মালামাল লোড-আনলোড করছে। এসব বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, সড়কে যানজট এড়াতে এবং অটো ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে বিআরটি প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, বিআরটি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। অল্প সময়ের মধ্যেই কাজ শেষ হবে। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ দক্ষিণ) মো. মাহবুব-উজ-জামান বলেন, অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে সিটি করপোরেশন আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। গাজীপুর সিটির (ভারপ্রাপ্ত) মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেন, সড়কে ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তারা কাজ করছে। শহরকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ডাম্পিং স্থাপনের কাজ চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর