মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সর্বোচ্চ সংক্রমণ সর্বাধিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। ইতোমধ্যে দেশের ৬০ জেলায় ছড়িয়ে গেছে ডেঙ্গু। জুলাইয়ের প্রথম নয় দিনে মৃত্যু হয়েছে ২৬ জনের। গত রবিবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন, আর মারা গেছেন এ বছরের সর্বাধিক ছয়জন। এডিস মশাবাহিত এই রোগ নিয়ে গত শনিবার ৮২০ জন হাসপাতালে ভর্তি হয়। এর আগে গত ৪ জুলাই এক দিনে সর্বাধিক পাঁচজনের মৃত্যু হয়েছিল।

রবিবার পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকাতেই ৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৭৫০ রোগী। এদের মধ্যে ঢাকায় ১৯৬৮ এবং ঢাকার বাইরের ৭৮২ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হন। এখন পর্যন্ত মোট ১২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ২৭৫০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ১৯৬৮ জন। এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় কয়েক গুণ বেশি রোগী বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ খবর