মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে ফুটওভার ব্রিজের অভাবে প্রাণ ঝরছে শিক্ষার্থীদের

আফজাল, টঙ্গী

টঙ্গীতে ফুটওভার ব্রিজের অভাবে প্রাণ ঝরছে শিক্ষার্থীদের

গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন রোড এলাকায় রাস্তা পারাপারে একটি ফুটওভার ব্রিজের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ ঝরছে প্রতিনিয়ত। গুরুত্বপূর্ণ এই স্থানটিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হয়নি আজও। স্থানীয় সিটি মেয়র, এমপি, মন্ত্রী কারও কোনো উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মুত্যুর কোলে ঢলে পড়ছেন। টঙ্গীর কলেজ গেট ও সফিউদ্দিন রোড এলাকায় সড়ক দুর্ঘটনার কবল থেকে রেহাই মিলবে কবে, এমন তথ্য জানা নেই কারও।

সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট ও সফিউদ্দিন রোড এলাকায় বিআরটি প্রকল্পের মরণফাঁদে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এই সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী ও পথচারীদের প্রাণ ঝরছে। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিরাপদ সড়ক পারাপার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ ও অবরোধ করে সুরাহা মেলেনি আজও। টঙ্গীর কলেজ গেট এলাকায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রায় ১৫-১৬ হাজার শিক্ষার্থীর প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন ধরে সড়ক পারাপারে ওই দুটি স্থানে ফুটওভার ব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে এলেও বিষয়টিতে নজর দেননি কর্তৃপক্ষ। ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত কয়েক বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) একই স্থানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১১ বছর ধরে বিআরটি প্রল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ চলমান এমন কারণ দেখিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থারও জোরদার করা হয়নি। যে কারণে রাস্তা পার হতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। হাজার হাজার শিক্ষার্থী কলেজ গেট ও সফিউদ্দিন রোড এলাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থী ও পথচারীদের সড়ক পারাপারে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেব্রা ক্রসিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিআরটি প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ খবর