মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
আট বছরের নিষ্ফল চেষ্টা

সরেনি ডিএনসিসির কারওয়ান বাজার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি সংশ্লিষ্টদের নিয়ে ৯ আগস্ট গাবতলী মার্কেট এলাকা পরিদর্শন করেছি

জয়শ্রী ভাদুড়ী

সরেনি ডিএনসিসির কারওয়ান বাজার

ছবি : রোহেত রাজীব

রাজধানীর কারওয়ান বাজারে অত্যাধুনিক বিজনেস হাব করার মহাপরিকল্পনা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ১২ বিঘা জমিতে এ পরিকল্পনা বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ কাঁচাবাজার সরানো। নানা উদ্যোগ নিলেও আট বছরের চেষ্টা নিষ্ফল করে সরেনি কাঁচাবাজার। আগামী বছরের শুরুতে কাঁচাবাজার ও পাইকারি বাজার সরিয়ে গাবতলী ও যাত্রাবাড়ীতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কারওয়ান বাজার কাঁচাবাজার সরানোর ইস্যু দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়ে গেছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জায়গা দিতে যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালীতে পাইকারি বাজার নির্মাণ করেছে সিটি করপোরেশন। এর মধ্যে মহাখালী মার্কেটকে নগর হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এখন সেখানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প’ পাস করে ২০০৬ সালের ৪ অক্টোবর। কৃষিপণ্যের বাজার ও সরবরাহব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজারের যানজট কমাতে প্রকল্পটি নেওয়া হয়। মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে এ তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা ছিল। তিন দফা সময় বাড়িয়ে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের জুনে এর কাজ শেষ হয়। নবনির্মিত বাজারে কাঁচাবাজার সরিয়ে নিতে তৎকালীন ডিএনসিসি মেয়র আনিসুল হকের সঙ্গে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠক হয়। কিন্তু আট বছরেও সরেনি কাঁচাবাজার।

গত ১৩ জুন রাজধানীর কারওয়ান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের বিষয়ে করণীয় নির্ধারণে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কমিটিতে তিনজন কাউন্সিলর ছাড়াও স্থানীয় এমপির মনোনীত দুজন প্রতিনিধি, চারজন ব্যবসায়ী প্রতিনিধিসহ সিটি করপোরেশন থেকে আরও চারজন প্রতিনিধিকে রাখা হয়েছে। এরমধ্যে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে আহ্বায়ক এবং অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদকে সদস্য সচিব করে বাকিদের সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে রয়েছেন কারওয়ান বাজার ২ নম্বর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান

মো. আরিফুল ইসলাম ফারুক, কারওয়ান বাজার ১ নম্বর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহজাহান ভূইয়া, ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর ফারুক ও পাকা আড়ত ভবন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল রহমান চৌধুরী সুজন। এ কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রস্তাবনা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই পেরিয়ে গেছে আড়াই মাস।

কমিটির সদস্য সচিব মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘মার্কেট সরাতে ১৩ সদস্যের কমিটি করা হয়েছে। আমরা কয়েক দফা বৈঠক করেছি। এরপর গাবতলী এবং যাত্রাবাড়ী মার্কেট ভবন পরিদর্শন করেছি। সবকিছু পর্যালোচনা করে আমরা কিছু কর্মপরিকল্পনা সুপারিশ করেছি।’

কারওয়ান বাজার ছাড়তে কিছু শর্ত দিয়েছে ব্যবসায়ীরা। কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমিতির সভাপতি ওমর ফারুক বলেন, ‘ব্যবসার ভালো পরিবেশ পেলে কারওয়ান বাজার ছাড়তে আমাদের অসুবিধা নেই। কিন্তু আমাদের কিছু শর্ত সিটি করপোরেশনকে পূরণ করতে হবে। রাজধানীর পাইকারি বাজারগুলো সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকবে, সবাই এর মধ্যে থেকে ব্যবসা করব এটা আমাদের প্রত্যাশা। যেখানে-সেখানে ব্যক্তি মালিকানায় পাইকারি বাজার রাখা যাবে না।’ তিনি আরও বলেন, ‘গাবতলী এবং যাত্রাবাড়ী মার্কেটে সংযোগ সড়ক, প্রশস্ত রাস্তা করে দিতে হবে। দোকানের পরিসর মানসম্মত হতে হবে। ব্যবসায়ীদের এ শর্তগুলো পূরণ হলে গাবতলী, যাত্রাবাড়ী যেতে আপত্তি নেই। আড়ত ভবন যাত্রাবাড়ী এবং কাঁচাবাজার গাবতলী যাওয়ার পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।’ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মুখপাত্র আবু নাছের বলেন, ‘কারওয়ান বাজারের কাঁচাবাজার সরানোর কর্মকৌশল নির্ধারণে যে ১৩ সদস্যের কমিটি করা হয়েছে, সেখানে দক্ষিণ সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা নেই। কমিটির কাছে ব্যবসায়ীরা তাদের দাবি জানালে কমিটি সেগুলো পর্যালোচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঠাবে। ডিএনসিসি মেয়র প্রতিবেদন চূড়ান্ত করার পরে দক্ষিণ সিটি করপোরেশনকে জানাবেন। তখন সার্বিক বিষয় পর্যালোচনা করে ডিএসসিসি করণীয় নির্ধারণ করবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি সংশ্লিষ্টদের নিয়ে ৯ আগস্ট গাবতলী মার্কেট এলাকা পরিদর্শন করেছি। সেখানে প্রয়োজন অনুযায়ী রাস্তাসহ অন্যান্য অবকাঠামো ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী করে দেওয়া হয়েছে। আমি কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করব। সবার সঙ্গে আলোচনা করে আগামী বছরের জানুয়ারিতে ব্যবসায়ীদের গাবতলী এবং যাত্রাবাড়ীতে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। প্রথমে কাঁচাবাজার যাবে। এরপর অন্যদের স্থানান্তর করা হবে। আগামী বছরের প্রথমদিকেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে।’  

সর্বশেষ খবর