মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিনামূল্যে ডেঙ্গু টেস্ট

নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যে ডেঙ্গু টেস্ট

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী শনাক্তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫০টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ডিএনসিসি এলাকায় এই স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে এনএস১, আইজিজি এবং আইজিএম টেস্ট করতে পারবেন ঢাকার বাসিন্দারা। ডিএনসিসি সূত্রে জানা যায়, শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। ডিএনসিসির ওয়েবসাইটে ডেঙ্গুসংক্রান্ত লেখা অপশনে ক্লিক করলে স্বাস্থ্য কেন্দ্রগুলোর ঠিকানা পাওয়া যাবে। ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২০২০ সালের মে থেকে ডিএনসিসির স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তের টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ৫০টি কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হয়। এক ঘণ্টার মধ্যে টেস্টের ফল মোবাইলে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর