মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টমছম ব্রিজ-মেডিকেল সড়কে দুর্ভোগ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

টমছম ব্রিজ-মেডিকেল সড়কে দুর্ভোগ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বাখরাবাদ সড়ক। নির্মাণের সাড়ে তিন বছরে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে খানাখন্দগুলো ডোবায় রূপ নেয়। এতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে প্রতিদিন চলাচল করে লাখো মানুষ। তার মধ্যে রয়েছে রোগী, শিক্ষার্থী ও পোশাককর্মী। স্থানীয় সূত্র মতে, এই সড়কের পাশে জেলার অন্যতম বড় শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া, প্রায় অর্ধ লাখ মানুষের কর্মস্থল কুমিল্লা ইপিজেড, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সড়কের বেশি খারাপ অবস্থা ইবনে তাইমিয়া স্কুল, হালুয়াপাড়া, ইপিজেড, ভাঙ্গা বিল্ডিং ও ডুলিপাড়া মোড়ে। হালুয়াপাড়া এলাকার বাসিন্দা হাজি মো. মিজানুর রহমান বলেন, তিন বছরও যায়নি, সড়ক ভেঙে গেছে। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। একটা রাস্তা যদি ১০ বছর ব্যবহার করা না যায়, সেটা সরকারের টাকা অপচয়।

স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান জানান, সড়কে খানাখন্দের কারণে কিছু গাড়ি বক্সড্রেনের ওপর দিয়ে চলে। এতে ড্রেনেরও ক্ষতি হয়। বক্সড্রেন হাঁটার জন্য, যান চলাচলের জন্য নয়। কুমিল্লা সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, ভাঙা স্থানগুলো আমরা মেরামত করব। এখানে দুই পাশে ব্যবসায়ীরা এমনভাবে দোকানের সামনে মাটি ফেলেছেন, যা সড়ক থেকে উঁচু। এতে দোকানের পানি সড়কে জমে, একপর্যায়ে সড়ক নষ্ট হয়ে যায়। 

সর্বশেষ খবর