মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বর্জ্য ব্যবস্থাপনায় সিসিটিভি

সৈয়দ নোমান, ময়মনসিংহ

বর্জ্য ব্যবস্থাপনায় সিসিটিভি

ময়মনসিংহ নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২০২১ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা চালু করে। এতে নাগরিকদের সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে যার যার আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য অনুরোধ করে প্রতিষ্ঠানটি। কিন্তু এমন নিয়ম উপেক্ষা করে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় এখন জরিমানা গুনতে হচ্ছে বাসাবাড়ির লোকজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে। গত এক বছর মসিকের সিসিটিভির মাধ্যমে যত্রতত্র ময়লা ফেলার লোক শনাক্ত করে জরিমানা করা হয়েছে কমপক্ষে ৫০০ জনকে। শুধু তাই নয়, দায়িত্বে অবহেলার কারণে মসিকের পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত কর্মী-কর্মচারীরাও জরিমানার কবল থেকে বাদ যাচ্ছেন না। জানা যায়, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ৬০টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে মসিক। এ ক্যামেরার মাধ্যমে মসিক বর্জ্য ব্যবস্থাপনা মনিটরিংয়ের পাশাপাশি যারা দিনে আবর্জনা ফেলছে তাদের জরিমানা করা হচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান। তিনি জানান, ‘ময়মনসিংহকে এক সময় আবর্জনার নগরী বলা হতো। আমরা সে অভিধা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা জনগণকে সচেতন করতে চাই।’

সর্বশেষ খবর