মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শীতেও কমছে না মশার দাপট

নিজস্ব প্রতিবেদক

শীতেও কমছে না মশার দাপট

প্রকৃতিতে হিমেল বাতাসের আনাগোনা শুরু হলেও কমছে না মশার দাপট। রাজনৈতিক ডামাডোলে নীরবে মানুষের প্রাণ কাড়ছে ডেঙ্গুজ্বর। এডিস মশার দাপট না কমতেই কিউলেক্স মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। মশার কামড়ে জর্জরিত রাজধানীর বাসিন্দারা। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত রবিবার পর্যন্ত ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৩২ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে থেকে কতজন চিকিৎসা নিয়েছেন এ পরিসংখ্যান নেই কারও কাছে। জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ডেঙ্গুতে যত আক্রান্ত হয়েছে, এবার এই নভেম্বরের মধ্যে তার তুলনায় সোয়া গুণ রোগী বেশি হয়ে গেছে। আর ২৩ বছরের চেয়ে এবার প্রায় ১ দশমিক ৮ গুণ বেশি মৃত্যু হয়েছে। এবার আক্রান্ত রোগীদের ৬০ ভাগ পুরুষ। কিন্তু ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের ৫৮ শতাংশ নারী। এবার আক্রান্তদের ৬২ শতাংশের বেশি বয়স ৩০ বছরের নিচে। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের ৬৪ ভাগের বয়স ৩০ বছরের বেশি। তিনি আরও বলেন, ‘শুধু নাগরিকদের ওপর দায় চাপালে হবে না। নাগরিকদের সহায়তার জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল তৈরি করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদার করে কাজ করতে হবে।’

সর্বশেষ খবর