মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে সড়ক পারাপার

আফজাল, টঙ্গী

ঝুঁকি নিয়ে সড়ক পারাপার

গাজীপুরে নিরাপদ সড়কের দাবি জানিয়ে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। অনিরাপদ সড়কে প্রাণ ঝরছে পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এর ভয়াবহতা বেড়েই চলছে। নগরজুড়ে নিরাপদ সড়কের দাবি জানিয়ে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। নগরীর বৌ-বাজার রেললাইন, মধুমিতা রেললাইন, তিস্তারগেট রেললাইন, বনমালা রেললাইন, জয়দেবপুর রেললাইন এলাকায় কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এসব এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় রেললাইন পার হতে হয় ঝুঁকিপূর্ণ অবস্থায়। রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা ঘটছে নিয়মিত। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগ আলী, কলেজ গেট, সফি উদ্দিন রোড এলাকায় নেই ফুটওভার ব্রিজ। নেই ঢাকা বাইপাস সড়কের পূবাইল মেঘডুবি এলাকায় সড়ক পারাপারে আন্ডারপাস। সম্প্রতি ঢাকা বাইপাস সড়কের নগরীর পূবাইল মেঘডুবি এলাকায় পারাপারে আন্ডারপাসসহ নিরাপদ সড়কের দাবিতে ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের নেতৃত্বে শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। পূবাইল মেঘডুবি এলাকার স্থানীয় বাসিন্দা রাজিবুল হাসান রাজিব বলেন, মেঘডুবি বাইপাসের পাশেই মেঘডুবি হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা রয়েছে। তাই এখানে মানুষের চলাচলে একটি আন্ডারপাস না হলে মৃত্যুফাঁদে পরিণত হবে।

টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকার বাসিন্দা মহর আলী মৃধা বলেন, রেললাইন পার হতে গিয়ে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে। এসব জায়গায় একটি করে ফুটওভার ব্রিজ দিলে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা রোধ হবে। এ বিষয়ে পূবাইল ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা জুলি বলেন, রাস্তা হয়েছে উন্নয়নের জন্য, এটিকে সাধুবাদ জানাই। তবে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের রাস্তা পারাপারে ব্যবস্থা থাকা জরুরি। পারাপারের ব্যবস্থার অভাবে মেঘডুবি এলাকায় এযাবৎ ১২ জনের প্রাণহানি হয়েছে। আমরা এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, যাতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের রাস্তা পারাপারে নিরাপদ সড়কের ব্যবস্থা করে দেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হলে কলেজ গেট সফিউদ্দিন রোড এলাকায় স্কুল, কলেজ শিক্ষার্থীদের রাস্তা পারাপারে কোনো সমস্যা হবে না।

সর্বশেষ খবর