মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
মেট্রোরেল চলছে দিনে ১৩ ঘণ্টা

রাতেও ভিড় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

রাতেও ভিড় বাড়ছে

মেট্রোরেল এখন দিনে সাড়ে ১৩ ঘণ্টা চলছে। যানজটের রাজধানীতে কর্মজীবীদের স্বস্তির বাহন হিসেবে মেট্রোরেলের চাহিদা বাড়ছেই। দীর্ঘ অপেক্ষার পর গত শনিবার থেকে মতিঝিল অংশে রাতেও মেট্রোরেল চালু হওয়ায় যাত্রীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। সব ট্রিপেই যাত্রীর ব্যাপক ভিড় ছিল। স্টেশনগুলোতে ট্রেনের টিকিট কিনতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সবাইকে। তবে এমআরটি পাসধারীরা সহজেই ইচ্ছামতো ট্রেনে যাতায়াতের সুযোগ পেয়েছেন। পুরো রুটে পুরো সময় চালু হওয়ায় রাতেও ভিড় বাড়ছে মেট্রোতে। নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচলের প্রথম দিনেই বদলে যায় রাজধানীর যানজটের চিত্র। উত্তরা থেকে মতিঝিল অংশে সাড়ে ১৩ ঘণ্টা মেট্রোরেল চলাচল করায় যাত্রীদের অনেকেই বাসের পরিবর্তে মেট্রোরেল ব্যবহার করেন। মেট্রোরেলের শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর ১০, কাজীপাড়া, সচিবালয় ও মতিঝিল স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়।

মিরপুরের কাজীপাড়া থেকে মতিঝিলে যাতায়াতকারী একজন জানান, দুপুরের পর অফিস থাকলেও যানজটের দুর্ভোগ এড়াতে এত দিন সাড়ে ১১টার শেষ ট্রেন ধরতেন তিনি। রাতে বাসেই ফিরতে হতো। এখন থেকে দুপুরে নির্দিষ্ট সময়েই ট্রেনে মতিঝিল যাত্রা এবং অফিস শেষে আবার ট্রেনেই ফেরার সুযোগ হয়েছে। এতে জীবনযাত্রায় অনেক স্বস্তি এসেছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর