মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গরু চরে নগরীর সড়কে

নজরুল মৃধা, রংপুর

গরু চরে নগরীর সড়কে

রংপুর নগরীর প্রধান প্রধান সড়কে নতুন উপদ্রব শুরু হয়েছে রাজকীয় গরুর দলবেঁধে ঘুরে বেড়ানো। এসব গরু দিনের বেলা ঘুরে বেড়ালেও দেখার কেউ নেই।  গরুর মলিক কে এটাও বলতে পারছেন না কেউ। এসব গরুর অবাধ বিচরণের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যানজটও বাড়ছে।  গত কয়েক দিন রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জিএল রায় রোড, লালবাগ এলাকাসহ বিভিন্ন সড়কে দিব্বি দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে গরু। নগরীর জিএল রায় বোড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তায় একসঙ্গে একাধিক গরু দেখে শিক্ষার্থীরা ভয়ে ভয়ে স্কুলে যাতায়াত করছে। গরুর পাল রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে রাস্তা বন্ধ হয়ে দেখা দিচ্ছে যানজটের। দুর্ঘটনাও ঘটছে। প্রায় ২০৭ বর্গকিলোমিটারের এ সিটি করপোরেশনে প্রধান সড়ক  রয়েছে চারটি। এসব সড়কে অবাধে গরু বিচরণ  করায় মানুষ আতঙ্কে চলাফেরা করছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর প্রধান সড়কে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। এই যানজটের মধ্যে গরুর অবাধ বিচরণ বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছে। তবে সিটি করপোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর