মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অ্যাকশনে সিটি করপোরেশন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

অ্যাকশনে সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নিজস্ব রাজস্ব আয়ের অন্যতম খাত সাইনবোর্ড ও বিলবোর্ড ভাড়া। কিন্তু বেশির ভাগ বিজ্ঞাপনী সংস্থা নিয়মিত ভাড়া ও কর দিচ্ছে না। প্রতিষ্ঠানগুলোর কাছে সিসিকের পাওনা জমেছে লাখ লাখ টাকা। এবার  সরাসরি ‘অ্যাকশনে’ নেমেছে সিসিক কর্তৃপক্ষ। খেলাপি প্রতিষ্ঠানগুলোর বিলবোর্ড থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলছে।

সিসিক সূত্র জানায়, নগরীর বিভিন্ন স্থানে বিজ্ঞাপনী সংস্থা সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে বিলবোর্ড ও সাইনবোর্ড বসিয়েছে। এর বিপরীতে করপোরেশনকে নির্ধারিত হারে ভাড়া ও কর দেওয়ার কথা। কিন্তু অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ভাড়া দিচ্ছে না। বকেয়া ভাড়া আদায়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েক দফা নোটিশ দেওয়া হলেও তারা কর্ণপাত করছে না। এই অবস্থায় সিটি করপোরেশনের রাজস্ব শাখা খেলাপি বিজ্ঞাপনী সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছেন। গত ১৬ জানুয়ারি থেকে এ অভিযান শুরু হয়েছে। প্রথম দিন নগরীর সুবিদবাজার ও পাঠানটুলা এলাকা থেকে বেশ কয়েকটি বিলবোর্ড থেকে বিজ্ঞাপন সরানো হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। তিনি জানান, কেবল তিনটি প্রতিষ্ঠানের কাছেই সিসিকের পাওনা প্রায় সাড়ে ৩০ লাখ টাকা। এর মধ্যে সিটি লিংকের কাছে ৫ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা, এ টু জেড-এর কাছে ১৯ লাখ ২০ হাজার ও অর্কিড এডের কাছে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা পাওনা রয়েছে। বারবার নোটিস দিলেও তারা টাকা পরিশোধ করেনি। তাই তাদের সব বিলবোর্ড থেকে বিজ্ঞাপন অপসারণ করা হয়েছে। এখন আবারও নোটিস দেওয়া হবে। বকেয়া বিল পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর