মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিআরটিসির সার্ভিসে খুশি যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অদূরে রূপগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঢাকার প্রাণকেন্দ্র থেকে একটু দূরে হওয়ায় মানুষের যাতায়াতের কথা মাথায় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) রাজধানীসহ কয়েকটি জেলার সাতটি স্থান থেকে বাস সার্ভিস চালু করেছে। এসব স্থান থেকে মেলায় খুব সহজেই যাতায়াত করতে পারায় খুশি সাধারণ যাত্রীরা। জানা যায়, কুড়িল বিশ্বরোড, খেজুর বাগান (ফার্মগেট), মতিঝিল, দিয়াবাড়ি, টঙ্গী-গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত ভাড়া ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা পর্যন্ত ভাড়া ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা পর্যন্ত ভাড়া ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা পর্যন্ত ভাড়া ৯০ টাকা। এসব স্থান থেকে যাত্রীরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে মেলায় যেতে পারছেন।

রাজধানীর ফার্মগেট থেকে মেলায় এসেছেন জেসমিন মলি। তিনি বলেন, বাণিজ্য মেলায় বিআরটিসি বাস ছাড়া কোনো গণপরিবহন আসে না। খুব কম টাকায় এবং ঢাকার অদূরে এই রুটে বাস সার্ভিস চালু করায় বিআরটিসিকে ধন্যবাদ। দ্রুত এবং শৃঙ্খলা থাকায় বাসে চড়ে খুশি আমি। জানা গেছে, গতবারের চেয়ে এবার যাত্রী ৩০ শতাংশ বেড়েছে। গতবার ১ লাখ যাত্রীর জায়গায় এবার প্রতিদিন ১ লাখ ৩০ হাজার যাত্রী বিআরটিসিতে মেলায় যাচ্ছেন। শুক্র ও শনিবার গড়ে ১৬০-১৭০টি বাস চলাচল করছে।

সর্বশেষ খবর