মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যানজট কমাতে বাঁশ থেরাপি

নজরুল মৃধা, রংপুর

যানজট কমাতে বাঁশ থেরাপি

রংপুর নগরীতে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের কারণে জনজীবন অনেকটা থমকে গেছে। সম্প্রতি যানজট নিরসনে সড়কের লেন ভাগ করে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে। এতে যানজট আরও বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন নগরবাসী। নগরীর পুলিশ লাইনসের সামনে থেকে পায়রা চত্বর পর্যন্ত সড়কে বাঁশ দিয়ে লেন ভাগ করে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে ভাগ করা লেন দিয়ে অটোরিকশা ও রিকশা চলাচল করার কথা থাকলেও চালকরা তা মানছেন না। তবে ট্রাফিক বিভাগ চেষ্টা করছে চালকরা যেন ভাগ করা লেন দিয়ে চলাচল করেন। কিন্তু এই উদ্যোগও খুব একটা কাজে লাগছে না। এর আগে যানজট নিরসনে একটি পন্থা বের করা হয়। তা হলো নগরীতে বৈধ অটোরিকশা নীল রঙের হবে। শুধু নীল রঙের অটোরিকশা নগরীর প্রধান সড়কে চলবে। অন্য উপজেলা থেকে আসা এবং লাইসেন্সবিহীন অটোরিকশা নগরে ঢুকতে দেওয়া হবে না। তবে নীল রং করেও যানজট কমানো যাচ্ছে না। বিশেষ করে প্রেস ক্লাবের সামনে থেকে কাচারি বাজার পর্যন্ত যানজট লেগেই রয়েছে। 

সিটি করপোরেশন সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশন ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। কিন্তু নগরীতে অটোরিকশা ও রিকশা চলছে ৩০ হাজারের বেশি। বাইরের জেলা-উপজেলা থেকে শত শত অটোরিকশা প্রবেশ করায় প্রতিদিন যানজট তীব্র হচ্ছে। অবৈধ রিকশা চলাচল বন্ধে নীল রং করা হলেও যানজট রয়েছে আগের মতোই। এখন বাঁশ দিয়ে বিভাজন করে যানজট কমানোর চেষ্টা কাজে আসছে না। সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নগরীতে যানজট নিরসনে সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর