শিরোনাম
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নর্দমার পানিতে ডুবছে চালাবন

নিজস্ব প্রতিবেদক

নর্দমার পানিতে ডুবছে চালাবন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দক্ষিণখান চালাবন, আর্মি সোসাইটি এখন গার্মেন্টস, ওয়াশিং প্লান্টের কেমিক্যালযুক্ত পানি, নর্দমার দুর্গন্ধযুক্ত পানি নামানোর রুটে পরিণত হয়েছে। গত এক বছর ধরে বিচ্ছিন্নভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাটিতে বিশালাকার তিনটি গার্মেন্টস বিদ্যমান। এর পাশাপাশি দুটি ওয়াশিং প্লান্টের কেমিক্যালের পানিতে আর্মি সোসাইটির সরু ড্রেন উপচে ২০ ফুট রাস্তা এখন তলিয়ে রয়েছে। এসব পানি প্রবাহ হচ্ছে রাস্তার ওপর দিয়ে। শুষ্ক মৌসুমেও এ এলাকায় বর্ষা মৌসুমের মতো অবস্থা বিরাজ করছে। অথচ গোটা দক্ষিণখানে আর্মি সোসাইটি সবচেয়ে উঁচু এলাকা। সব বিবেচনা করে আর্মি সোসাইটিতে সদ্য একটা ওয়াসার পাম্পও বসানোর কাজ চলছে। কিন্তু এমন পানিতে সে পাম্পও ডুবতে বসেছে। আর পাম্পের ভিতরে এমন পানি ঢুকলে পাম্পের সুবিধাও পাওয়া যাবে না। এমন কেমিক্যালযুক্ত পানি ও নর্দমার পানিতে এলাকায় ভয়ানক স্বাস্থ্য বিপর্যয় ঘটছে। ইতোমধ্যে বহু বাড়ির মালিক বাসায় তালা মেরে অন্যত্র চলে গেছেন। এলাকার ভাড়াটিয়ারাও ক্রমশ অন্যত্র চলে যাচ্ছে। এ ব্যাপারে ওয়ার্ড কমিশনার, ঢাকা ওয়াসা, সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর নির্বিকার।

এলাকাটির ওয়ার্ড কমিশনার মোতালেব মিয়াকে বহুবার জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা তদারকিতে এসেও অজ্ঞাত কারণে নীরবে প্রস্থান করছেন। এলাকার মানুষ নিরুপায়। প্রবাহমান এমন বর্জ্য, নর্দমা ও ওয়াশিং প্লান্টের পানি সোসাইটির ভিতর দিয়ে দক্ষিণে প্রবাহমান হলেও যেসব স্থান দিয়ে পানি চলে যেত সেগুলো ইতোমধ্যে ভরাট হয়ে যাচ্ছে। গত বর্ষায় সামান্য বৃষ্টিতে এলাকা হাঁটুপানিতে ডুবে যায়। এবার বর্ষা নয়, এমনিতে বৃষ্টি হলেও এলাকার সব বহুতল ভবনের নিচতলা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, আর্মি সোসাইটিতে অন্তত ৪০টির মতো বহুতল ভবন রয়েছে, যার প্রতিটি ৮ ও ৯ তলা। আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় কী হবে তা নিয়ে মানুষ আশঙ্কায়।

সর্বশেষ খবর