মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চলাচলে ফুটওভার ব্রিজ

কাজী শাহেদ, রাজশাহী

চলাচলে ফুটওভার ব্রিজ

নাগরিকদের স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে রাজশাহী মহানগরীতে ১০টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে। এসব ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শেষ হলে নাগরিকরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। এ বছরের মাঝামাঝি কাজগুলো শেষের প্রত্যাশা করছে সিটি করপোরেশন।

নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ১০টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে। এগুলো নির্মিত হলে নাগরিকরা স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার করতে পারবেন ও দুর্ঘটনাও কমে যাবে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজে ব্যানার, ফেস্টুন অথবা কোনো পোস্টার না লাগানোর অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে ১০টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। স্থানগুলো হলো- লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে, কোর্ট চত্বর, নওদাপাড়া, তালাইমারি রুয়েটের সামনে, বিনোদনপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে, সাহেব বাজার জিরোপয়েন্ট, শিরোইল রেল স্টেশন ও ল্যাবরেটরি স্কুলের সামনে।

সর্বশেষ খবর