মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মহাসড়কে দোকান হাঁটাপথ বন্ধ

আফজাল, টঙ্গী

মহাসড়কে দোকান হাঁটাপথ বন্ধ

গাজীপুর মহাসড়কে দোকানপাট বসে মানুষের হাঁটাপথ অবরুদ্ধ করা হয়েছে। ঈদ সামনে রেখে গুরুত্বপূর্ণ সড়কের জায়গা কিংবা ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। ঝুঁকি নিয়ে মানুষ সড়কে চলাচল করছে। দীর্ঘদিন পুলিশ কিংবা সিটি করপোরেশন থেকে কোনো উচ্ছেদ না হওয়ায় দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বলছেন, স্থানীয় রাজনীতিক ও পুলিশকে ম্যানেজ করেই ব্যবসা করছেন। নগরীর সড়ক-মহাসড়কে দোকানপাট গড়ে ওঠায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। নগরীর টঙ্গী বাজার বাসস্ট্যান্ড মিতালি পাম্প থেকে আব্দুল্লাপুর ব্রিজ পর্যন্ত, টঙ্গী স্টেশনরোড, চেরাগ আলী, কলেজ গেট, টঙ্গীর টিএন্ডটি, আরিচপুর, দত্তপাড়া, মেঘনা রোড, হকের মোড়, গাজীপুরা সাতাইশ, আউচপাড়া, মুদাফা, খাঁ-পাড়া, এরশাদনগর, বড়বাড়ি, বোর্ডবাজার, মিরেরবাজার, পুবাইল, মালেকের বাড়ি, জয়দেবপুর, সালনা, কোনাবাড়ী, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত দোকান। আবার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ সড়কের জায়গা কিংবা ফুটপাত দখল করে পিকআপভ্যান ও বড় বড় পণ্যবাহী ট্রাক রেখে মালামাল লোড-আনলোড করে মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি করছে। এতে মানুষের চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী বাসির উদ্দিন বলেন, সড়ক কিংবা ফুটপাতের জায়গা দখল করে একদিকে দোকানপাট গড়ে উঠছে অপরদিকে গাড়ি পার্কিং করে মালামাল লোড-আনলোড করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি চক্র। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখওয়াত হোসেন বলেন, ঈদ সামনে রেখে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশ কাজ করছে। কেউ সড়ক দখল করে দোকানপাট বসালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা যাবে না। ঈদ সামনে রেখে মহাসড়ক দখলমুক্ত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সর্বশেষ খবর