মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রেললাইনের ওপর ঝুঁকির হাটবাজার

আফজাল, টঙ্গী

রেললাইনের ওপর ঝুঁকির হাটবাজার

গাজীপুরে রেললাইনের ওপর কিংবা রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ হাটবাজার গড়ে উঠেছে। ক্ষুদ্র  ব্যবসায়ীরা রেললাইনের ওপর দোকান বসিয়ে কাঁচামালসহ বিভিন্ন পণ্য কেনাবেচা করছে। কিছু দখলবাজ রেলের জায়গা দখল করে এমনকি রেললাইনের ওপর দোকান বসিয়ে  প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা তুলছে। রেললাইনের ওপর দোকান বসানোর ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে রেলের ঢাকা বিভাগীয়  সম্পত্তি কর্মকর্তাদের নেই পরিকল্পিত পরিকল্পনা। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার ও স্থাপনা। এমনকি রেললাইনের ওপর দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলছে একটি চক্র।  এসব দোকান বসানোর ফলে সাধারণ মানুষের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা ও দীর্ঘদিন উচ্ছেদ না থাকায় দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে। এর মধ্যে টঙ্গী বৌ-বাজার, মধুমিতা, নতুনবাজার রেল গেট, টঙ্গী রেলস্টেশন, বনমালা, হায়দরাবাদ, পুবাইল, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর দোকান বসিয়ে লাখ লাখ চাঁদা টাকা তুলছে একটি চক্র। দখলদারদের দখল রাজত্ব বহাল রয়েছে। টঙ্গী রেলস্টেশন, বৌ-বাজার ও জয়দেবপুর রেলওয়ে জংশনে ভয়াবহ অবস্থা। স্থানীয় বাসিন্দারা বলছেন, দখলদাররা রেলের উভয় পাশে ও রেলওয়ের জায়গা দখল করে বাজার ও দোকান বসিয়ে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিয়মিত চাঁদা তুলছে।

এ বিষয়ে ৪৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির বেপারী বলেন, আমার লোকজন বৌ-বাজার এলাকায় কিছু দোকান থেকে টাকা তোলে। তবে সব দোকান থেকে না। টঙ্গী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

সর্বশেষ খবর