মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মহাসড়কে হাট ভোগান্তি নগরবাসীর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

মহাসড়কে হাট ভোগান্তি নগরবাসীর

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার। এখানের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে হাট বসায় নগরবাসীসহ বিভিন্ন জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। রবি ও বৃহস্পতিবার এ হাট বসছে। হাট অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী। সরেজমিন গিয়ে দেখা যায়, পদুয়ার বাজার এলাকার মৎস্য ও বিএডিসি অফিসের মাঝে মহাসড়কে এ হাটটি বসেছে। হাটে সবজি, মুদি ও মাছের বাজার বসে। জেলার উল্লেখযোগ্য মাছের বাজার এটি। মহাসড়কের নোয়াখালীগামী লেনের তিন ভাগের দুই ভাগ দখল করে হাটটি বসে। এক পাশে হাট, অন্য পাশে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের প্রাইভেট কার, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, মিশুক, অটোরিকশা রাখা হয়। এতে মহাসড়ক সংকীর্ণ হয়ে যায়। সঙ্গত কারণে এটি মহাসড়ক না হাট তা বোঝার উপায় থাকে না। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিশেষ করে হাটের একটু উত্তরে জাঙ্গালিয়া বাস টার্মিনাল। সেখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন উপজেলা রুটের বাস ছেড়ে যায়। বাসগুলো এখানে এসে হাটের যানজটে আটকা পড়ে। স্থানীয়রা জানান, সড়কের ওপর এভাবে হাট বসানো অবৈধ। সড়কের ভূমিতে হাটের ইজারা দেওয়া হয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়ছেন। এটি সরিয়ে নতুন স্থানে স্থাপন করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা মহানগর কৃষক লীগের আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, মহাসড়কের ওপর হাট বসায় যানজটের সৃষ্টি হচ্ছে। হাটটি স্থানান্তর করা প্রয়োজন। এ বিষয়ে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন বলেন, এ জায়গাটি ছাড়া আমাদের আর হাট বসানোর জায়গা নেই। মহাসড়ক থেকে সরে বসার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হবে।

সর্বশেষ খবর