মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফুটপাতে দখলের রাজত্ব!

আফজাল, টঙ্গী

ফুটপাতে দখলের রাজত্ব!

গাজীপুরে ফুটপাতে থানা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় চলছে দখল রাজত্ব। মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করে একটি চক্র সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ফুটপাত দখল করে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলছে। এ চাঁদা আদায়ের বৃহৎ অংশ চলে যাচ্ছে পুলিশ ও রাজনৈতিক নেতাদের পকেটে। যে কারণে দখল মুক্ত হচ্ছে না ফুটপাত। ঝুঁকি নিয়ে মানুষ ফুটপাত ছেড়ে সড়ক দিয়েই চলাচল করছে। এতে একদিকে ভোগান্তির শিকার হচ্ছে অপরদিকে দুর্ঘটনায় পড়ছে প্রতিনিয়ত। সড়কে মৃত্যুর মিছিলের অন্যতম কারণ সড়ক মহাসড়কের অবৈধ দখল। দীর্ঘদিন উচ্ছেদ না হওয়ায় দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বলছেন, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই তারা দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন উচ্ছেদ না হওয়ায় মহাসড়কে দখল অব্যাহত আছে বলে মনে করছেন এলাকাবাসী। এর মধ্যে টঙ্গী বাজার বাসস্ট্যান্ড মিতালি পাম্প থেকে আবদুল্লাপুর ব্রিজ পর্যন্ত, টঙ্গী বাজার, টঙ্গী স্টেশনরোড, চেরাগ আলী, সাবেক পৌর-সভা রোড, কলেজ রোড,  দেওড়া, টঙ্গীর টিঅ্যান্ডটি, টঙ্গী রেলস্টেশন চত্বর,  আরিচপুর, দত্তপাড়া, গাজীপুরা সাতাইশ, আউচপাড়া, মুদাফা, খাঁ-পাড়া, এরশাদ নগর, বড়বাড়ী,  বোর্ডবাজার, মিরের বাজার, পূবাইল, মালেকেরবাড়ী, জয়দেবপুর, সালনা, কোনাবাড়ী, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান পাট। মানুষের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ফুটপাত দখল করে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কেউ ফুটপাতের টাকা নেন কিনা আমার জানা নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে দোকান বসানো যাবে না। সড়ক ও মহাসড়ক দখলমুক্ত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর