মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

নিরাপত্তাহীনতায় নারী শ্রমিক

আফজাল, টঙ্গী

নিরাপত্তাহীনতায় নারী শ্রমিক

শিল্পশহর গাজীপুরে নিরাপত্তাহীনতায় রয়েছেন নারী শ্রমিকরা। কারখানায় কিংবা কারখানার বাইরে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হচ্ছেন তারা। একের পর এক নির্যাতনের শিকার হয়েও নীরবে কাজ করে যাচ্ছেন পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায়। কারখানায় উপযুক্ত কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

নগরীর টঙ্গী বিসিক, পাগাড়, শিলমুন, মরকুন, গাজীপুরা সাতাইশ, কলেজ গেট, আউচপাড়া, আরিচপুর, মিরের বাজার, পূবাইল, গাছা, বড়বাড়ি, বোর্ডবাজার, জয়দেবপুর, সালনা, কাশিমপুর, কোনাবাড়ীসহ বিভিন্ন্ এলাকায়  ঝুঁকি নিয়েই কাজ করছেন নারী শ্রমিকরা। সম্প্রতি নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুরে রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার কর্তৃক কারখানার এক নারী শ্রমিক (১৬) ধর্ষণের শিকার হন। কয়েক দফা ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ধর্ষক ম্যানেজারের হুমকির ভয়ে মেয়েটি ঘটনা এত দিন কাউকে জানাননি। অবশেষে তার গর্ভ প্রকাশ পেলে ঘটনাটি জানাজানি হয়। অন্যদিকে ৩০ এপ্রিল একই কারখানার অন্য কিশোরী শ্রমিককে (১৬) ওই এলাকার এক বাড়িওয়ালার বখাটে ছেলে প্রায়ই উত্ত্যক্ত করত। এতে সম্ভ্রম রক্ষায় মেয়েটি প্রায় ৪ মাস আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়ি চলে যায়। কিন্তু অভাবের কারণে গত ২৫ এপ্রিল সে আবার রানী ফুড ইন্ডাস্ট্রিজে চাকরিতে যোগ দেয়। পরে গত ৩০ এপ্রিল রাতে সেই বখাটে মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে রাত ৪টায় মেয়েটিকে জঙ্গলে ফেলে ধর্ষকরা চলে যায়। এ ঘটনায় ১ মে গাজীপুর মহানগর সদর থানায় মামলা হয়। জিএমপি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল বলেন, পৃথক ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। প্রথম ধর্ষণের ঘটনায় জড়িত কারখানাটির ম্যানেজার মাহমুদুল হাসান ও দ্বিতীয় ঘটনায় জড়িত এলাকার বখাটে শাকিল আহমেদ ও মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ খবর