শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

মাঝ সড়কের বিদ্যুৎ খুঁটি সরছে না

আফজাল, টঙ্গী

মাঝ সড়কের বিদ্যুৎ খুঁটি সরছে না

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়কের মাঝ থেকে আজও সরানো হয়নি বিদ্যুতের খুঁটি। বছরের পর বছর ধরে এভাবেই সড়কের মাঝে দাঁড়িয়ে রয়েছে এসব খুঁটি। ফলে সড়ক প্রশস্ত হলেও এর সুফল থেকে বঞ্চিত নগরবাসী। যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হন গাড়িচালক ও পথচারীরা। রাস্তায় হাঁটতে গিয়ে বোঝা মুশকিল, আসলে রাস্তা প্রশস্ত না সরু। সিটি কর্তৃপক্ষ বলছেন, খুঁটি সরানোর কাজ ডেসকো কর্তৃপক্ষের। আবার ডেসকো কর্তৃপক্ষ বলছেন, সড়কের মাঝপথ থেকে খুঁটি সরাতে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। এ নিয়ে উভয় পক্ষের ধাক্কাধাক্কিতে জনগণের ভোগান্তি বেড়েই চলছে। নগরীর বিভিন্ন এলাকা টঙ্গী, পূবাইল, গাছা, বাসন, জয়দেবপুর, কাশেমপুর কোনাবাড়ি সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। সিটি কর্তৃপক্ষ যাতায়াতের সুবিধার্থে নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা প্রশস্ত করে। কিন্তু ডেসকো কর্তৃপক্ষ রাস্তা থেকে খুঁটি না সরানোয় সড়ক প্রশস্তকরণের সুবিধা পাচ্ছে না নগরবাসী।

টঙ্গী শিলমুন এলাকার একটি প্রতিষ্ঠানের মালিক মো. জুয়েল বলেন, রাস্তার মাঝপথে খুঁটি থাকায় গাড়ি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হয় প্রায়ই। তবে রাতের বেলা ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে দেখা দরকার। সিটি করপোরেশন টঙ্গী জোনের সভাপতি ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল হোসেন মোল্লা বলেন, প্রতিটি ওয়ার্ডে রাস্তা প্রশস্ত হয়েছে কিন্তু রাস্তার মাঝপথ থেকে খুঁটি আজও সরানো হয়নি। আমি যতটুকু জানি ডেসকো কর্তৃক একটি টেন্ডারের মাধ্যমে এসব খুঁটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। এ বিষয়ে ডেসকো টঙ্গী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, সিটি করপোরেশন এলাকায় সিটির রাস্তায় মাঝপথে খুঁটি সরানোর ব্যাপারে সিটি কর্তৃক ডেসকো বরাবর চিঠি দিতে হবে এবং আমরা সেই চিঠি হেড অফিসে পাঠিয়ে দেব। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এসব খুঁটি সরাতে অনেক টাকার প্রয়োজন। সিটি কর্তৃক আর্থিক বরাদ্দ না পেলে সরানো সম্ভব না। ডেসকো যখন সিটির রাস্তায় কাজ করবে তখন সংস্কার বাবদ সিটি করপোরেশনকে টাকা দেবে এটাই নিয়ম। তবে এ ঘটনায় সিটির মেয়রকেই এগিয়ে আসতে হবে। এ বিষয়ে গাজীপুর সিটির প্রধান উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ডেসকো বরাবর চিঠি দিয়েছি, রাস্তার মাঝপথ থেকে খুঁটি সরিয়ে নেওয়ার জন্য। তারা সেদিকে গুরুত্ব দিচ্ছে না।

সর্বশেষ খবর