মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বিশৃঙ্খল শহর গাজীপুর

আফজাল, টঙ্গী

বিশৃঙ্খল শহর গাজীপুর

রাজধানীর অদূরে শিল্প শহর হিসেবে পরিচিত টঙ্গী-গাজীপুর। অযত্ন, অবহেলা ও পরিকল্পনাহীনতায় বিশৃঙ্খল শহরে পরিণত হয়েছে গাজীপুর। সড়কের ফুটপাত দখল, যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, অটো ও ইজিবাইকের অত্যাচার, বিআরটিএ প্রকল্পের উন্নয়ন যন্ত্রণা, সড়কে ময়লার ভাগাড়, ধুলাবালি, যানজট নানা সমস্যায় শৃঙ্খলাহীন শহরে পরিণত হয়েছে গাজীপুর। সিটি করপোরেশনের নেই কোনো উল্লেখযোগ্য ভূমিকা, ট্রাফিক ও থানা পুলিশের উদাসীনতায় মানুষের দুর্ভোগ বাড়ছে। ব্যস্ততম এ  শহরের মানুষ নানা ভোগান্তি নিয়ে বসবাস করছে।

সরেজমিনে ঘুরে জানা যায়, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার এলাকা, চেরাগ আলী, কলেজ রোড, সফিউদ্দিন রোড, গাজীপুরা সাতাইশ, বড়বাড়ি, বোর্ড বাজার, মিরের বাজার, পূবাইল, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ী, সালনা, বাসনসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকানপাট নির্মাণ, সর্বত্র গাড়ির স্ট্যান্ড, সড়কে অটো ও ইজিবাইকের রাজত্ব, সড়কে ময়লার ভাগাড়, বিআরটিএ প্রকল্পের উন্নয়ন খোঁড়াখুড়ি সব মিলে শৃঙ্খলাহীন শহর এখন গাজীপুর। এর ফলে নানা ভোগান্তিতে জনজীবন। নাম প্রকাশে অনিচ্ছিুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সড়কের জায়গা দখল করে ঝুটের গোডাউন স্থাপন করে পরিবেশ বিনষ্ট করছে। আবার সড়কের জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড বসিয়ে মালামাল লোড-আন লোড করছে। এসব বিষয়ে কঠোর হস্তে দমন না করলে এর ভয়াবহতা আরও বেড়েই যাবে। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, সড়কে যানজট কমাতে অটো ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে বিআরটি প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, বিআরটি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই কাজ শেষ হবে। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহীম খান বলেন, অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে সিটি করপোরেশন আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। প্রথমে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। গাজীপুর সিটির উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সড়কে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তারা কাজ করছে। এ ছাড়া সড়কের জায়গা কিংবা ফুটপাত দখল করে দোকান বসিয়ে যারা মানুষের চলাচলের পথ বন্ধ করে- তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিছু দলীয় লোকজনের সহযোগিতায় সড়ক মহাসড়কে অটো চলাচল করছে। 

সর্বশেষ খবর