মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন

আফজাল, টঙ্গী

খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন

রাজধানীর উত্তরা তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নের খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন। সংস্কারের নামে দীর্ঘদিন কালক্ষেপণ করায় ওই এলাকার মানুষ সড়কে চলতে গিয়ে যেমন ভোগান্তির শিকার, তেমনি রাস্তার বেহাল দশার কারণে আকিজ ফাউন্ডেশনসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় স্কুল-কলেজ শিক্ষার্থীরাও তাদের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে না।

সরেজমিন ঘুরে জানা যায়, রাজধানীর উত্তরা তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নরে খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন। সংস্কারের নামে মাসের পর মাস কালক্ষেপণ করায় ওই এলাকার মানুষ সড়কে চলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে রাস্তায় খানাখন্দ অপরদিকে উন্নয়ন খোঁড়াখুঁড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য ধরঙ্গারটেক মেইন রোড, এরপর চৌরাস্তা থেকে শয়তান মার্কেট, রমজান মার্কেট, চেয়ারম্যানবাড়ী, ধরঙ্গারটেক বাজার, রানাভোলা  মেইনরোড, ১ নম্বর রোড, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর রোড, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হযরত মাহমুদ মোখলেছ, আবদুল মাবুদসহ বেশ কয়েকজন বলেন, ৫৩ নম্বর ওয়ার্ডের ধরঙ্গারটেক চৌরাস্তা থেকে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে সবকটি রাস্তার বেহাল দশা। সড়কে রিকশা, গাড়ি কোনো কিছুই চলছে না। এতে চরম ভোগান্তিতে এ এলকার মানুষ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি থাকার কারণে দীর্ঘদিনেও সংস্কার হয়নি এ ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তা। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বলছেন, বিদ্যালয়ে আসার পথে সংস্কার কাজ চলছে। ফলে গাড়ি চলাচল করতে পারছে না বলে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। দ্রুত কাজ শেষ না হলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে। এক অভিভাবক আতাউর রহমান বলেন, বিদ্যালয়ের চারপাশে রাস্তার কাজ চলছে, যে কারণে বিদ্যালয় বন্ধ। এর ফলে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, কাজ চলমান রয়েছে। দ্রুত শেষ করার জন্য বেশ কয়েকবার মিটিং হয়েছে। আশা করি, অক্টোবরের মধ্যে কাজ সম্পন্ন হবে।

সর্বশেষ খবর