মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ড্রেনের মুখ বন্ধ, নগরীতে জলাবদ্ধতা

রংপুর সিটি করপোরেশন

নজরুল মৃধা, রংপুর

ড্রেনের মুখ বন্ধ, নগরীতে জলাবদ্ধতা

রংপুর নগরীর প্রধান প্রধান সড়কের ড্রেনের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না।  ফলে ভোগান্তিতে পড়েছে যানবাহনসহ পথচারীরা। রাস্তার পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ড্রেনের পানি চলাচলের মুখ বন্ধ করে দেওয়ায় এ ভোগান্তি সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রংপুর নগরীর জি এল রায় রোডের গ্র্যান্ড প্যালেসের উত্তরে পাবনা হোটেলের সামনে সড়ক থেকে পানি বের হওয়ার মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন পথচারীরা। বৃষ্টির পানি জমে ভোগান্তি বেড়ে যায়। দেখা গেছে, জি এল রায় রোডে পাবনা হোটেলের কয়েক গজের মধ্যে সড়ক থেকে ড্রেনের পানি বের হওয়ার জন্য বেশ কয়েকটি মুখ রয়েছে। আগে বৃষ্টি হলেই দ্রুত পানি নেমে যেত। চলাচলের সময় মানুষকে কোনো ভোগান্তির শিকার হতে হতো না। সম্প্রতি কে-বা কারা পাবনা হোটেলের সামনের কয়েক গজের মধ্যে থাকা পানি বের হওয়ার সব মুখ বন্ধ করে দিয়েছে। এখন সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। শুধু জি এল রায় রোড নয়; কামালকাছনা, ফায়ার সার্ভিসের আশপাশ, সেন্ট্রাল রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীরা ড্রেনের মুখ বন্ধ করে রেখেছেন। আবার কেউ কেউ ড্রেনের মুখ বন্ধ করে সেখানে ব্যবসার পণ্য রাখছেন। এ ছাড়া কোনো কোনো স্থানে সড়কের চেয়ে ড্রেনের মুখ প্রায় এক ফুট ওপরে।  এ কারণেও পানি ড্রেন দিয়ে নিষ্কাশন হচ্ছে না। রংপুরে জুন মাসের ৩০ দিনের মধ্যে ২০ দিনই বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। ফলে হাজার হাজার পথচারী ভোগান্তিতে পড়েন। তবে প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম বলেন, যারা ড্রেনের মুখ বন্ধ করে পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর