মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নাশকতার শিকার বেসরকারি স্থাপনাও

নিজস্ব প্রতিবেদক

নাশকতার শিকার বেসরকারি স্থাপনাও

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে চালানো নৈরাজ্য-নাশকতায় মূল্য লক্ষ্যবস্তু সরকারি সম্পত্তি ও স্থাপনার পাশাপাশি বাদ পড়েনি বেসরকারি প্রতিষ্ঠানও। মূল সড়ক ছাড়াও অলি-গলিতে ঢুকে সংলগ্ন বাসা, বাড়ি, অফিসের মধ্যে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে নৈরাজ্যকারীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ও পরিকল্পিত তান্ডবের এই দৃশ্য চোখে পড়ে। উত্তরায় বিভিন্ন সড়কে, গলিতে এই নাশকতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বেসরকারি স্থাপনা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন, কোনো কোনো স্থানে আন্দোলনের নামে কেউ কেউ ব্যক্তিগত বিরোধের ক্ষোভও মিটিয়েছেন।     

উত্তরার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, মূল সড়ক ছাড়িয়ে হামলাকারীদের তান্ডব যখন অলিগলিতে ছড়িয়ে পড়ে তখন ঘরবন্দি বয়স্ক, শিশু ও নারীরা ভয়াবহ আতঙ্কে স্থবির হয়ে যান। বাসাবাড়ির কাচ লক্ষ্য করে তারা যখন বড় বড় ইটের টুকরা ছুড়ে মারে তখন মনে হচ্ছিল, সরকার নয় আমরাই তাদের লক্ষ্যবস্তু। এমন অরাজকতা আমরা আর কখনো দেখতে চাই না।  

 

সর্বশেষ খবর