মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অপরিকল্পিত ড্রেনেজে জলাবদ্ধতা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

অপরিকল্পিত ড্রেনেজে জলাবদ্ধতা

কুমিল্লা নগরীতে কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়ক ও ড্রেনেজব্যবস্থা এখন বেহাল দশায়। ড্রেনে ময়লা জমে পানি নিষ্কাশন হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে সড়কের পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

কয়েক দিনের টানা বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডের অলিগলির সড়ক ও ড্রেনগুলো পানিতে থইথই করছে। কোথাও কোথাও বৃষ্টির পানি হাঁটু সমান। অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন। জলাবদ্ধতার কারণে সড়ক ও ড্রেন পানিতে ডুবে থাকায় ব্যবসায়ী, গাড়িচালক ও পথচারীদের ভোগান্তি হচ্ছে।

বৃষ্টির পানিতে সড়কের পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। নগরীর মিশুক, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীরা পড়েছেন চরম বিপাকে। ব্যাটারিচালিত অটোরিকশাচালক তোফায়েল আহমেদ বলেন, রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় কোথায় গর্ত আছে তা বোঝা যায় না। এ কারণে আমাদের দুর্ঘটনায় পড়তে হয়। মাঝেমধ্যে অটোরিকশা গর্তে পড়ে চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যায়। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, বছরে পর বছর নগরীর সড়ক ও ড্রেন নির্মাণে অধিকাংশ ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এতে ড্রেন ও সড়ক দ্রুত ভেঙে পড়ছে। এ বিষয়ে নতুন করে ভাবতে হবে।

সর্বশেষ খবর