‘আগে মশা বেড়ে গেলে কাউন্সিলরের কাছে অভিযোগ করতাম। কিছু না হলেও স্প্রে করত। কিন্তু এখন কিছুই দেখি না। যেখানে অভিযোগ করব সেই কাউন্সিলরও নেই।’ কথাগুলো বলছিলেন রাজশাহী নগরীর রাণীবাজার এলাকার বাসিন্দা তসলিম প্রামাণিক। শুধু তসলিমই নন, মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহী নগরবাসী। দিনে কিংবা রাতে সব সময় মশার কামড়।
নগরবাসী বলছেন, জনপ্রতিনিধিরা না থাকার কারণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আর সিটি করপোরেশন বলছে, অন্য শহরের তুলনায় এখানে মশা কম। নগরীর সপুরার বাসিন্দা শাকিল ইসলাম বলেন, ‘রাজশাহী শহরে আমি ২৫ বছর ধরে বাস করছি। এত মশা এ শহরে আগে দেখিনি। দিনে-রাতে সব সময় মশা গান শোনাচ্ছে। পাঁচ মিনিটের জন্যও যদি ঘরের জানালা খোলা হচ্ছে, মশা এসে ঢুকে পড়ছে।’
নগরীর কাজীহাটা এলাকার বাসিন্দা লাভলী বেগম বলেন, ‘মশার খুব অত্যাচার। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। সারাক্ষণ কয়েল জ্বালাতে হচ্ছে। কয়েলের ধোঁয়াতেও সমস্যা হচ্ছে। অনেক দিন ধরে ড্রেন পরিষ্কার না করার কারণে মশার অত্যাচার বেড়েছে।’
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বলছে, ড্রেন পরিষ্কার করে স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে মশার ডিম ধ্বংসের জন্য। রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, ‘মশা এখন বেড়েছে, তা ঠিক। কারণ এখন মশার প্রজনন মৌসুম চলছে। তা ছাড়া বাড়ির পাশের ঝোপঝাড় অনেকে পরিষ্কার রাখছেন না। ছাদবাগানের টবের পানি থেকেও মশা বাড়ছে। এসব ব্যাপারে নগরবাসীকে একটু সচেতন থাকতে হবে; তাহলে মশা কমবে।’ শেখ মো. মামুন ডলার আরও বলেন, ‘আমাদের শহরে মশা তুলনামূলক কম। অন্য শহরে এখন আপনি দাঁড়াতেই পারবেন না।