বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খোঁজখবর

খোঁজখবর

রঙ বাংলাদেশ-এর একুশে সংগ্রহ

অমর একুশ সামনে রেখে ভাষার মাসে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালা ও পাখির রং থিম করে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া সাবব্র্যান্ড আমার বাংলাদেশ-এর অধীনে তৈরি হয়েছে এসব সামগ্রী। মূল রং সাদা, কালো আর অ্যাশের সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে লাল। ফ্যাশনপ্রিয় বাঙালির একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, আনইস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং উত্তরীয়। ছোটদের কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

 

কে-ক্রাফটে একুশের আয়োজন...

শোক, গভীর শ্রদ্ধা ও গৌরবের একুশের সংগ্রহ নিয়ে এসেছে কে-ক্রাফট। এবারের মোটিফের উৎস হিসেবে থাকছে মাতৃভাষার ইতিহাস, লাইন মোটিফ, ট্রাইবাল, টার্কিশ, টেক্সার, বর্ণ ও শব্দমালার বিন্যাস। এ ছাড়া ট্র্যাডিশনাল ও জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট। রঙের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর