বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলিয়া ভাটের রূপরহস্য

আলিয়া ভাটের রূপরহস্য

আলিয়া ভাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো তিনি সহজ থাকতে পছন্দ করেন। তিনি মিনিমাল মেকআপে বিশ্বাসী। যেটুকু না করলেই নয়, কেবল সেটুকুই নেন। বলিউড তারকাদের ভিতর হাতেগোনা তারকাদের একজন আলিয়া ভাট, প্রায়ই যিনি পাপারাজ্জিদের সামনে প্রায় বিনা মেকআপে পোজ দেওয়ার সাহস করেন, আলিয়া মোটেই বাড়তি চিনি খান না। প্রচুর পানি পান করেন। ডাবের পানি খান। জিম আর যোগব্যায়াম করেন। নিয়াসিনামাইড ব্যবহার করেন। সকালে ওঠে লেবুর পানি খান। মুখে নিয়মিত বরফ ঘষেন। আর মেকআপ যেটুকু না হলেই নয় সেটুকুই করেন।

ছিমছাম সাজ-পোশাক : অতিরিক্ত সাজ কিংবা চোখ ধাঁধানো পোশাক পরাটা যে নিজেকে সুন্দর দেখানোর জন্য প্রয়োজনীয় নয়, সেটি বেশ ভালোভাবেই জানান দিয়েছেন আলিয়া ভাট। এ অভিনেত্রীকে বেশিরভাগ সময়েই খুব সাধারণ অথচ ক্লাসি আউটফিটে দেখা যায়। তিনি দেশীয় পোশাকে যেমন অপরূপা, তেমনই ওয়েস্টার্ন আউটফিটেও অনন্যা।

পোশাকে স্বস্তি : আলিয়া ভাটের কাছে স্বস্তির বিষয়টি প্রাধান্য পায় সবার আগে। পোশাকের ক্ষেত্রে লিলেনের মতো ফ্যাব্রিকও বেছে নিতে দেখা যায় তাকে। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছিলেন, পুরনো পছন্দের ডেনিম প্যান্ট বাতিল করতে পারেননি! আবার সেই ডেনিম প্যান্ট তার ফিটও হচ্ছে না। তখন পুরনো জিন্সে ইলাস্টিক লাগিয়ে পরেছেন আলিয়া। হবু মায়েরা আলিয়ার কাছ থেকে এমন ফ্যাশন ট্রিক শিখে নিতে পারেন। রণবীর কাপুরের ব্লেজারও তাকে স্বচ্ছন্দ দেখা গেছে

দারুণ সব কানের দুল : ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে অ্যাক্সেসরিজও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক অ্যাক্সেসরিজ যে কারও লুককে ভিন্নমাত্রা দেয়। এক্ষেত্রেও বেশ সচেতন আলিয়া ভাট। তার সংগ্রহে আছে নানা ধরনের জুতা ও সানগ্লাস। সেইসঙ্গে কানের দুল সংগ্রহ করতেও পছন্দ করেন তিনি। জুতার মধ্যে পছন্দ করেন স্নিকার্স। ডেনিমের সঙ্গে এটি বেশ মানানসই।

ট্রেন্ডি ব্যাকপ্যাক : আলিয়া ভাট সবচেয়ে বেশি পছন্দ করেন ব্যাকপ্যাক।  এ ধরনের ব্যাগ ক্যারি করা সহজ, সেইসঙ্গে ট্রেন্ডি অনেক ডিজাইনও পাওয়া যায়। বিশেষ করে ওয়েস্টার্ন ক্যাজুয়াল লুকের সঙ্গে এ ধরনের ব্যাগ বেশি মানানসই।

সর্বশেষ খবর