বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শীতের পিঠা

শীতের পিঠা

শীত জেঁকে বসেছে। শীত মৌসুমের খাবার মানেই পিঠা। হরেক রকম পিঠাই বাঙালির পছন্দ। মজার পিঠার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী- সোনিয়া রহমান

 

ভিন্ন স্বাদের ভাপা

উপকরণ

আতপ চালের গুঁড়া ২ কাপ, পোলাওর চালের গুঁড়া ১ কাপ, তরল দুধ ১ কাপ, পাটালি গুড় ১ কাপ, মাওয়া ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ ও লবণ সামান্য।

 

প্রণালি

চালের গুঁড়ার সঙ্গে সামান্য লবণ ও দুধ মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। চালুনি দিয়ে চেলে নিন। ভাপা পিঠার ডাইসে সামান্য চালের গুঁড়া দিয়ে বাদাম, কিশমিশ, গুঁড়া মাওয়া দিয়ে আবার ওপরে চালের গুঁড়া দিয়ে হালকাভাবে চেপে ভাপা পিঠার পাত্রে পিঠা তৈরি করে নিন। গরম গরম পরিবেশন করুন।

 

নারকেল-গুড়ে মেরা পিঠা

উপকরণ

আতপ চালের গুঁড়া ৩ কাপ, গুড় ২ কাপ, কোরানো নারকেল ১ কাপ ও লবণ সামান্য।

 

প্রণালি

আড়াই কাপ পানিতে গুড় দিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়ুন, কোরানো নারকেল দিন। এবার চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন। ভালোভাবে মথে নিন, গোল ছোট ছোট বলের মতো করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করুন। ভাপে ১৫-২০ মিনিট রেখে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন। মিষ্টি খেতে না চাইলে গুড় বাদ দিয়ে তৈরি করতে পারেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর