বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

ঘরের সৌন্দর্যে এসপারা

ঘরের সৌন্দর্যে এসপারা

দেখতে সুন্দর। বাড়ায় ঘরের সৌন্দর্য। নানা ধরন, নানা চরিত্র একই পরিবারের অন্তর্ভুক্ত। কেউ ফুরফুরে মেজাজের, কেউ আবার সুঠাম, ব্রডবিল্ট যাকে বলে। চেহারা অনুযায়ী নানা নামও প্রচলিত আছে, তবে পরিবার এসপারা। ফুরফুরে গাছটি দেখতে ভালো, ঘরের শোভাবর্ধনের জন্য আদর্শ। আর সুঠাম চেহারার গাছটি আমাদের সবারই পরিচিত। বহু জায়গায় এর দেখা মেলে। চওড়া পাতা, গায়ে লম্বাটে ডুবে ডিজাইনেও দেখা যায় কালচে সবুজ ও হলুদ রঙের কম্বিনেশনে আকর্ষণীয়। গড়নের জন্য স্নেক প্ল্যান্টও বলা হয়ে থাকে। ‘মাদার ইন লজ টাং’ নামটি পাতার তীক্ষ্ম গড়নের জন্য সম্ভবত। টবে দিব্যি বেড়ে ওঠে। এ পরিবারের সবাই বেশ শক্তপোক্ত। তাই যদের হাতে সময় কম অথচ গাছপালার শখ, তাদের জন্য এ গাছগুলো আদর্শ। তবে শক্তপোক্ত বলে অবহেলা করা চলবে না। আদর-যত্নের ত্রুটি যেন না হয়। তবেই ঘরের সৌন্দর্য ফেরাবে এসপারা পরিবার। রোদ এ জাতের ভীষণ পছন্দ, তবে অল্প আলোতেও মানিয়ে নিতে পারে। উজ্জ্বল আলোয় এদের মন ভালো থাকে, তাই হাত পা ছড়িয়ে তরতর করে বেড়ে ওঠে। কম আলোয় বৃদ্ধির পরিমাণটা কমে আসে। খুব বেশি পানিরও প্রয়োজন নেই এদের। তাই পানি দিতে হবে বুঝেশুনে। মাটি শুকনো হলে তবেই পানি দিন। কারণ ভিজে মাটিতে পানি দিলে এদের শেকড় পচে যাবে। স্নেক প্ল্যান্টের পাতায় গায়ে কালো ছিট দাগ দেখলে বুঝবেন পানি বেশি দেওয়া হচ্ছে। টব থেকে শেকড় বেরিয়ে এলে টব পাল্টানোর কথা চিন্তা করুন। ধুলোবালিতে নোংরা হলে গোসল করিয়ে দিন কিংবা ভিজা কাপড় দিয়ে মুছে দিন। ঝকঝকে পাতা দেখতে ভালো লাগবে। অযত্নে, অবহেলায় রাখা গাছ কখনো এ বাড়ির শোভা বৃদ্ধি করবে না। টবের গাছে মাঝেমাঝে সাধারণ সার দিতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর