বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

রেসিপি

রন্ধনশিল্পী - সোনিয়া রহমান

রেসিপি

বেলের শরবত

উপকরণ : পাকা বেল ১টি, ঠান্ডা পানি ৪ কাপ, গুঁড়াদুধ আধা কাপ, চিনি প্রয়োজন মতো এবং বরফ-কুচি পরিমাণ মতো।

প্রণালি : প্রথমে বেলের দানা ফেলে চামচ দিয়ে শাঁস বের করে নিন। পানিতে ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে চালনি দিয়ে চেলে নিন। এরপর এতে চিনি ও দুধ মেশান। বেশি ঘন হয়ে গেলে আরও কিছুটা পানি মিশিয়ে নিন। সবশেষে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

 

কাঁচা আমের শরবত

উপকরণ : কাঁচা আম বড় ১টি, চিনি ৫-৬ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, কাঁচামরিচ ২টি, লবণ ১/২ চা চামচ, পানি আনুমানিক ২ কাপ।

প্রণালি : আমের খোসা ছিলে ধুয়ে ৬-৮ টুকরা করে কেটে আমের আঁটি ফেলে দিন। প্যানে পানি গরম করে আম সেদ্ধ করে ব্লেন্ডারে সব উপকরণ মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করুন। বরফ দিয়ে পরিবেশন করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর