বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

যেভাবে পাবেন পারফেক্ট আই-ব্রো

ছবির একটা সৌন্দর্য আছে। কিন্তু ছবি ঘিরে থাকে যদি চমৎকার একটি ফ্রেম, তাহলে সেই সৌন্দর্য আরও বেড়ে যায়। ঠিক একইভাবে, আই-ব্রো আমাদের চোখের সৌন্দর্য বাড়ায়। মেকআপে তাই এর গুরুত্বও অনেক। কেননা, আই-ব্রো মুখের সামগ্রিক চেহারাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যাদের আই-ব্রো এমনিতেই পাতলা, তাদের ক্ষেত্রে এই স্টেপটি মাস্ট। চোখের মেকআপ যেমনই করুন না কেন, আই-ব্রো করতে ভুলবেন না। পদ্ধতিও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক।

 

যা যা করবেন

আই-ব্রো শেপ করার জন্য পেনসিল, পোমেড, পাউডার সবই ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ন্যাচারাল লুক দেবে আই-ব্রো পাউডার। চটজলদি আই-ব্রো শেপ করতে ব্যবহার করতে পারেন পেনসিল।

♦ পাউডার বা পোমেডের সাহায্যে আই-ব্রোর ন্যাচারাল শেপ হালকা করে ভরাট করে নিন।

♦ এবার কোনো আই-ব্রো মাসকারা ব্যবহার করে দুটি আই-ব্রো ব্রাশ করে নিন।

♦ স্কিনটোনের কনসিলার দিয়ে আই-ব্রোর আকার বরাবর ওপরে ও নিচে লাইন টানুন। এতে আই-ব্রো শার্প দেখাবে।

♦ সবশেষে কনসিলার ভালোভাবে ব্লেন্ড করে নিন যাতে কনসিলার বোঝা না যায়।

 

তথ্যসূত্র : ব্রো বুটিক

সর্বশেষ খবর