পূজার কালেকশনে সেইলর
সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা হাজির। এই উৎসবকে আরও বেশি প্রাণবন্ত করতে নারী, পুরুষ, বাচ্চাদের জন্য সেইলর-এর রঙিন এই পূজা কালেকশনে থাকছে সালওয়ার সুট, পাঞ্জাবি, শার্ট, কুর্তি, টু পিস, টপসসহ বিভিন্ন ধরনের ড্রেস। কালেকশনে আরামদায়ক ফ্যাব্রিককে প্রাধান্য দেওয়া হয়েছে।
দুর্গাপূজার আয়োজনে কে-ক্র্যাফট
বছর ঘুরে আবারও এলো শারদীয় দুর্গাপূজা। পূজার আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক ও স্কার্ট। আছে ছেলেদের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট ও ফতুয়াও। প্যাটার্নে ভিন্নতা আনা হয়েছে। ক্ল্যাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশনে আনবে নতুন মাত্রা।
রঙ বাংলাদেশ-এর দুর্গোৎসব
দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সবার মনে সব দিকে। কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরের নান্দনিক শিল্পশৈলী রঙ বাংলাদেশ-এর প্রেরণা হয়েছে দুর্গোৎসবের আয়োজনে। এবারের দুর্গোৎসব আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, ধুতি, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, উত্তরীয়, ব্যাগ, গহনাসহ পোশাক ও এক্সেসরিজের বিশাল সম্ভার।