বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

রংবেরঙের পোশাকে দুর্গোৎসবের আমেজ

রংবেরঙের পোশাকে দুর্গোৎসবের আমেজ

সেইলর

পূজার কালেকশনে সেইলর

সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা হাজির। এই উৎসবকে আরও বেশি প্রাণবন্ত করতে নারী, পুরুষ, বাচ্চাদের জন্য সেইলর-এর রঙিন এই পূজা কালেকশনে থাকছে সালওয়ার সুট, পাঞ্জাবি, শার্ট, কুর্তি, টু পিস, টপসসহ বিভিন্ন ধরনের ড্রেস। কালেকশনে আরামদায়ক ফ্যাব্রিককে প্রাধান্য দেওয়া হয়েছে।

দুর্গাপূজার আয়োজনে কে-ক্র্যাফট

বছর ঘুরে আবারও এলো শারদীয় দুর্গাপূজা। পূজার আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক ও স্কার্ট। আছে ছেলেদের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট ও ফতুয়াও। প্যাটার্নে  ভিন্নতা আনা হয়েছে। ক্ল্যাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশনে আনবে নতুন মাত্রা।   

রঙ বাংলাদেশ-এর দুর্গোৎসব

দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সবার মনে সব দিকে। কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরের নান্দনিক শিল্পশৈলী রঙ বাংলাদেশ-এর প্রেরণা হয়েছে দুর্গোৎসবের আয়োজনে। এবারের দুর্গোৎসব আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, ধুতি, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, উত্তরীয়, ব্যাগ, গহনাসহ পোশাক ও এক্সেসরিজের বিশাল সম্ভার।

সর্বশেষ খবর