ফুটবল বিশ্বকাপ ট্রফির নাম ছিল জুলে রিমে ট্রফি। ১৯৩৮ সালের বিশ্বকাপজয়ী ইতালির কাছে ছিল এই ট্রফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যাতে ট্রফির নাগাল না পায় সেজন্য সে সময়ের ফিফার সহসভাপতি ইতালির অধিবাসী অত্তোরিনো বারাসিস ব্যাংকের লকার রুম থেকে ট্রফিটি বের করে নিয়ে যান রোমে। জুতার বাক্সে ভরে বিছানার নিচে লুকিয়ে রাখেন। ১৯৬৬-এর মার্চে ট্রফিটি চুরি হয়ে যায়। ঘটনাটি ১৯৬৬ বিশ্বকাপ শুরু হওয়ার চার মাস আগের। চুরি হওয়ার সাত দিন না যেতেই ট্রফিটি উদ্ধার করে পিকেলস নামের একটি কুকুর। ট্রফিটি ছিল খবরের কাগজে মোড়ানো। দক্ষিণ লন্ডনের আপার নরউড অঞ্চলের শহরতলির একটি বাগান থেকে উদ্ধার করা হয় ট্রফিটি। তৃতীয়বারের মতো জেতে ব্রাজিল, ১৯৭০ বিশ্বকাপে। ফলে চিরতরে ট্রফিটি নিজেদের কাছে রেখে দেয় ব্রাজিল। রিও ডি জেনিরোতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দফতরে ট্রফিটি সযত্নে রাখা আছে। ১৯৮৩-এর ডিসেম্বরে ট্রফিটি চুরি হয়ে যায়। সেই ট্রফি আর উদ্ধার করা সম্ভব হয়নি। চার বছর পর ১৯৭৪ বিশ্বকাপ থেকে নতুন ট্রফি দিতে শুরু করে ফিফা। বর্তমানে মূল ট্রফি ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় না। দেওয়া হয় রেপ্লিকা।