বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

এক নজরে টাটা গ্রুপ

এক নজরে টাটা গ্রুপ
বর্তমানে বাজার মূলধনের দিক দিয়ে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে টাটা গ্রুপ। শেয়ারবাজারে তাদের বিনিয়োগ ৩ লাখ ৭১ হাজার কোটি রুপি। মুম্বাইভিত্তিক এ বহুজাতিক প্রতিষ্ঠানটি ১৪১ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে। ১৮৬৮ সালে একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে টাটা গ্রুপের পথ চলা শুরু। মাত্র ২১ হাজার রুপি পুঁজি নিয়ে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন ব্যবসায়ী ও জনসেবক জামশেদ নওশের রানজি টাটা। তিনি কয়েকটি চিন্তাধারাকে মাথায় রেখে কার্যক্রম শুরু করেন। এগুলো হচ্ছে_ একটি লোহা ও ইস্পাত কোম্পানি গঠন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, হোটেল ও হাইড্রো ইলেকট্রিক কোম্পানি। তবে তার জীবদ্দশায় এর মধ্যে মাত্র একটি ধারণা বাস্তবায়িত হয়েছিল। তা হলো_ ভারতের সর্বপ্রথম বিলাসবহুল হোটেল 'তাজমহল হোটেল'। ভারতের বিজনেস মুঘল রতন টাটার অবসরের পর সাইরাস মিস্ত্রি এর দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৯১ সালে দায়িত্ব নেওয়ার পর রতন টাটার হাতেই কোম্পানির বিকাশ ও সম্প্রসারণ। বলা যায়, তার হাত ধরেই জামশেদ টাটার অপূর্ণ স্বপ্নগুলোর বাস্তবায়ন শুরু। প্রতিষ্ঠানটি মূলত দুটি ভাগে তাদের ব্যবসা পরিচালনা করছে। একটি হলো টাটা সন্স, অন্যটি টাটা ইন্ডাস্ট্রিজ টাটা গ্রুপ মোট আট ধরনের ব্যবসা পরিচালনা করে থাকে। এগুলো হচ্ছে_ তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ, প্রকৌশলী পণ্য ও সেবা, পণ্যদ্রব্য জ্বালানি, ভোগ্যপণ্য, কেমিক্যাল এবং আন্তর্জাতিক কার্যক্রম। এ সাতটি ব্যবসায়িক খাতে টাটা গ্রুপের ১০০টি কোম্পানি রয়েছে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির মোট কর্মচারীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজার। এ বছরের জুলাইয়ে টাটা গ্রুপের ৩১টি নিবন্ধিত কোম্পানির মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭৬ কোটি ডলার। ২০১০-১১ অর্থবছরে টাটার আয় বেড়ে হয়েছে ৮ হাজার ৩৩০ কোটি ডলার। টাটা গ্রুপ এখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান করে নিয়েছে। বিশ্বের সাতটি মহাদেশের ছয়টিতেই (আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপ) তারা কার্যক্রম পরিচালনা করছে। এসব মহাদেশের মোট ৮০টি দেশে টাটা গ্রুপ তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। ২০১০-১১ অর্থবছরে এ গ্রুপের আন্তর্জাতিক বিক্রি ছিল মোট ৪ হাজার ৮৩০ কোটি ডলার, যা তাদের মোট আয়ের ৫৮ শতাংশ। ক্রমেই বেড়ে ওঠা টাটা গ্রুপ তাদের আয় ২০২১ সালের মধ্যে ৫০ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। এ বছরের ডিসেম্বর থেকে টাটা গ্রুপের দায়িত্ব নেন সাইরাস পালোনজি মিস্ত্রি। দায়িত্ব নেওয়ার পর তিনি কোম্পানিটিকে বর্তমান অবস্থা থেকে আরও কতটা উপরে নিয়ে যেতে পারেন, এখন সেদিকেই লক্ষ্য সবার।

সর্বশেষ খবর